আজকের ধাঁধা : ৩১ জানুয়ারি ২০১৬
ধাঁধা :
১. ‘কালো কিন্তু কাক নয়,
শক্ত কিন্তু ধাতব নয়।
পেট কাটলে ফল বেরোয়,
সবটাতেই জ্বালানী হয়।’
২. ‘কালো কালো ছেলে-মেয়ে
বালি পানি খায়,
বড় বড় গাছের সঙ্গে
যুদ্ধ করতে যায়।’
৩. ‘কালো রঙের মৃত ঘোড়া
তৈরি লোহার কাঠে।
জন্ম থেকে মরণ পর্যন্ত
পানি দিয়ে হাঁটে।’
৪. ‘কালো পাথর
গলায় দড়ি,
রাত হলেই
খোঁজ করি।’
উত্তর :
১. কয়লা
২. ঝিনুক
৩. নৌকা
৪. কেরোসিনের বোতল
এসইউ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ দলীয়-আমলাতান্ত্রিক প্রভাবমুক্ত নতুন দুর্নীতি দমন কমিশন গঠন করুন
- ২ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অষ্টম ল্যান্ড ফোর্সেস টকসের সফল সমাপ্তি
- ৩ বাসযোগ্য শহর গড়তে যুবকদের এগিয়ে আসার আহ্বান পরিবেশ উপদেষ্টার
- ৪ ভিসাপ্রাপ্তরা দ্রুতই মালয়েশিয়া যেতে পারবেন: শফিকুল আলম
- ৫ সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকারকে আরও সক্রিয় হওয়ার আহ্বান