ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

করোনা আক্রান্ত প্রবাসী কল্যাণমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০১:৪৮ পিএম, ২৪ জুলাই ২০২২

তৃতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

রোববার (২৪ জুলাই) মন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) মোহাম্মদ রাশেদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার রাতে প্রবাসী কল্যাণমন্ত্রীর কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ আসে। বর্তমানে তিনি বাসায় অবস্থান করছেন এবং বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন।

মন্ত্রী দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান তার একান্ত সচিব রাশেদুজ্জামান।

২০২০ সালের নভেম্বরে প্রথমবার সস্ত্রীক করোনায় আক্রান্ত হন প্রবাসী কল্যাণমন্ত্রী। গত বছর দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হন তিনি।

কেএইচ/বিএ/এএসএম