জামালপুরে বৃটিশবিরোধী আন্দোলনের তিন নেতাকে স্মরণ
বৃটিশবিরোধী আন্দোলন ও মুক্তিযুদ্ধসহ গণতান্ত্রিক-অসম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের পুরোধা প্রয়াত আজিজুল ইসলাম খান, মোয়াজ্জেম হোসেন সরকার ও কল্যাণ চৌধুরীর স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মেলান্দহ উপজেলার কাপাসহাটিয়া মুক্তি সংগ্রাম জাদুঘরের আয়োজনে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।
মুক্তি সংগ্রাম জাদুঘর মিলনায়তনে ময়মনসিংহ নাসিরাবাদ কলেজের প্রাক্তন অধ্যক্ষ মিরাজুল ইসলামের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবীণ রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্য।
এছাড়াও আরো বক্তব্য রাখেন প্রবীণ রাজনীতিক মনজুরুল আহসান খান, মনি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্টের সভাপতি শেখর দত্ত, কলামিস্ট হিলাল ফয়েজী, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. নূর মোহাম্মদ তালুকদার, অ্যাড. দোলন ভৌমিক, মুক্তি সংগ্রাম জাদুরের ট্রাস্টি উৎপল কান্তিধর, সৈয়দ আতিকুর রহমান ছানা প্রমুখ।
এ সময় বক্তারা প্রয়াত তিন পুরোধা আজিজুল ইসলাম খান, মোয়াজ্জেম হোসেন সরকার ও কল্যাণ চৌধুরীর সংগ্রামী জীবন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সকলের প্রতি আহ্বান জানান।
শুভ্র মেহেদী/বিএ
সর্বশেষ - জাতীয়
- ১ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের অর্থপাচার অনুসন্ধানে সিআইডি
- ২ রিয়াদে দ্বি-রাষ্ট্র সমাধান সম্মেলনে বাংলাদেশের দুই প্রতিনিধি
- ৩ দুই বছরের বকেয়া বেতনসহ ১০ দাবি বিশেষ শিক্ষার শিক্ষকদের
- ৪ দেশে যতটা উন্নয়ন হয়েছে তার চেয়ে বেশি টাকা পাচার হয়ে গেছে
- ৫ রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ের প্রয়োজন নেই: বদিউল আলম