ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

‘মুক্তিযুদ্ধের বন্ধুদের সম্মান জানানোর পরিসর বৃহৎ হওয়া উচিত’

প্রকাশিত: ১২:৪৪ পিএম, ৩০ জানুয়ারি ২০১৬

ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জেএফআর জ্যাকবের ছিলেন একজন কুশলী সেনানায়ক। যেহেতু তিনি ইস্টার্ন কমান্ডের চিফ অব স্টাফ ছিলেন, মুক্তিযুদ্ধের শেষ দিকে ভারতীয় মিত্রবাহিনীর যুদ্ধ পরিকল্পনা ও বাস্তবায়নের দায়িত্ব তার উপরই ছিলো। আর সে দায়িত্বটি তিনি সফলতার সঙ্গে পালন করেছেন।

‘মুক্তিযুদ্ধে প্রত্যক্ষভাবে সহযোগীতাকারী বিদেশী বন্ধুদের প্রতি সম্মান জানানোর পরিসর আরো বৃহৎ হওয়া এবং মুক্তিযুদ্ধে মিত্রবাহিনীর শহীদদের স্মরণে স্মৃতিসৌধ নির্মাণের উদ্যোগ নেয়া উচিৎ।

শনিবার জাতীয় প্রেসক্লাবে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ৭১’র আয়োজনে মুক্তিযুদ্ধকালে ঢাকায় পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণে মূল ভূমিকা পালনকারী, ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জেএফআর জ্যাকবের স্মরণ সভায় এ বিষয়গুলো উঠে আসে ।

সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি মেজর জেনারেল শফিউল্লাহ স্মৃতিচারণ করে বলেন, পাকিস্তান সেনাদের আত্মসমর্পনের যে দলিলটি জেনারেল নিয়াজি এবং যৌথ বহিনীর প্রধান জেনারেল অরোরা স্বাক্ষর করেছিলো, তার মূল খসড়াটি রচনা করেছিলো জেনারেল জ্যাকব। পাকিস্তানি বাহিনী কখন, কোথায় ও কিভাবে আত্মসমর্পন করবে তা স্থির করা হয় জেনারেল জ্যাকবের তত্ত্বাবধানে।

সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব হারুন হাবীবের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন সেক্টর কমান্ডারস ফোরামের সহ-সভাপতি ম হামিদ, আবু ওসমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পাটোয়ারী, মেজর জিয়াউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মেজর জেনারেল একে মোহাম্মদ আলী শিকদার প্রমুখ।

এএস/এএইচ/আরআইপি