চট্টগ্রামে তিন লাখ ৬৮ হাজার বুস্টার ডোজ দেওয়ার প্রস্তুতি
চট্টগ্রামে তৃতীয় দফায় করোনার তিন লক্ষ ৬৮ হাজার বুস্টার ডোজ দেওয়ার প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্য বিভাগ। আগামী মঙ্গলবার (১৯ জুলাই) ভ্যাকসিনেশন দিবসে মহানগরীসহ চট্টগ্রাম জেলার ১৫ উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধী এ টিকা দেওয়া হবে।
চট্টগ্রাম সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, ১৯ জুলাই সারাদেশ ভ্যাকসিনেশন দিবস পালন করছে সরকার। এরই অংশ হিসেবে ওইদিন চট্টগ্রামের ১৫ উপজেলার ২০০ ইউনিয়নের ৬০০ ওয়ার্ডের প্রতি ওয়ার্ডে ৫০০ করে, ১৪ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫০০ করে ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ৪৭ হাজার বুস্টার ডোজ দেওয়া হবে।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ১৯ জুলাই সারাদেশে ভ্যাকসিনেশন দিবস পালন উপলক্ষে চট্টগ্রামে তৃতীয় দফার তিন লক্ষ ৬৮ হাজার বুস্টার ডোজ দেওয়া হবে। এরইমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলার প্রত্যেকটি ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডে একটি করে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ৩টি করে টিম কাজ করবে। এছাড়া মহানগরীতে সিটি করপোরেশনের তত্ত্বাবধানে ওইদিন বুস্টার ডোজ দেওয়া হবে।
ইকবাল হোসেন/জেএস/জিকেএস