ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

চট্টগ্রামে আরও ২২ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ১০:৫০ এএম, ১৩ জুলাই ২০২২

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ২৭ হাজার ৮১৪ জনে। এসময়ে কারও মৃত্যু হয়নি। ফলে মৃত্যু আগে যা ছিল অর্থাৎ এক হাজার ৩৬৫ জনই রয়েছে।

বুধবার (১৩জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে শনাক্তের হার ১২ দশমিক ৯৩ শতাংশ। আগের দিন মঙ্গলবার ৩০ জনের করোনা শনাক্তের তথ্য দিয়েছিল সিভিল সার্জন কার্যালয়। ওইদিনও বুধবারের মতো পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ছিল ১২ দশমিক ৯৩ শতাংশ।

বুধবার সকালে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জাগো নিউজকে জানান, গত ২৪ ঘণ্টায় ১৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ২২ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে ১৬ জন নগরের এবং ৬ জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে করা নমুনা পরীক্ষায় ২ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়াও অ্যান্টিজেন টেস্টে ৫ জন, আরটিআরএল ল্যাবে ৬ জন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতালের ল্যাবে ৮ জন এবং এভারকেয়ার হাসপাতালের ল্যাবে একজনের করোনা শনাক্ত হয়।

ইকবাল হোসেন/এমকেআর/এএসএম