ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

৪৮ লাখ জাল টাকাসহ গ্রেফতার চারজন কারাগারে

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৮:০১ পিএম, ০৮ জুলাই ২০২২

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে ৪৮ লাখ জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জামসহ গ্রেফতার চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (৮ জুলাই) চার আসামিকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) ম্যাজিষ্ট্রেট শুভ্রা চক্রবর্তী আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিরা হলেন- মো. রফিকুল ইসলাম ছাকির, মো. আবু বক্কর রিয়াজ, মো. মনির হোসেন ও বিউটি।

এর আগে বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে মোহাম্মদপুর থানা এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ওই চার ব্যক্তিকে গ্রেফতার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ, গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টিম।

এ সময় তাদের কাছ থেকে জাল টাকা তৈরিতে ব্যবহৃত একটি ল্যাপটপ, দুটি প্রিন্টার, পাঁচটি স্ক্রিন প্রিন্ট ফ্রেম, চার হাজারটি জাল নোট তৈরির সাদা কাগজ, আটটি ইংকজেট কালি, একটি সিকিউরিটি থ্রেট পেপার রোল, পাঁচটি প্লাস্টিকের সাদা কালির কৌটা, দুটি অ্যান্টি কাটার, দুটি স্টিলের স্কেল ও এক হাজার-পাঁচশ টাকা মূল্যমানের ৪৮ লাখ জাল টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়।

জেএ/এসএএইচ/এএসএম