ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

কলকাতা গেলেন নৌমন্ত্রী

প্রকাশিত: ১১:০৫ এএম, ২৮ জানুয়ারি ২০১৬

ভারত সেবাশ্রম সঙ্ঘের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগদানের লক্ষ্যে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বৃহস্পতিবার কলকাতায় গেছেন। কলকাতার উদ্দেশে সকালে ঢাকা ত্যাগ করেন তিনি।

মন্ত্রী শতবর্ষ অনুষ্ঠানে যোগদান ছাড়াও শান্তি নিকেতন পরিদর্শন করবেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবং কলকাতা বন্দর চেয়ারম্যানের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন বলে আশা করা যাচ্ছে।

আগামী ৩০ জানুয়ারি কলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে ‘ভারত সেবাশ্রম সঙ্ঘ’র শতবর্ষ উদযাপন অনুষ্ঠান হবে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, বাংলাদেশের বরেণ্য সন্তান আচার্য্য স্বামী প্রণবানন্দজী মহারাজ প্রতিষ্ঠিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ধর্মীয় ও জনকল্যাণকর প্রতিষ্ঠান ‘ভারত সেবাশ্রম সঙ্ঘ’।

৩১ জানুয়ারি মন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

এসএ/একে/পিআর