ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আজকের ধাঁধা : ২৮ জানুয়ারি ২০১৬

প্রকাশিত: ০৪:৫৪ এএম, ২৮ জানুয়ারি ২০১৬

ধাঁধা :
১. ‘এপারে ঢেউ
     ওপারে ঢেউ।
     মাঝখানে বসে আছে
     বুড়া বেটার বউ।’

২. ‘এই দেখি এই নাই,
     রূপালি লেজ দেহ নাই।’

৩. ‘এ কোন ব্যাটা শয়তান,
     থাকে বসে ধরে কান।’

৪. ‘এলাম কাজে
     বলি না লাজে,
     আছে শুধু
     দুই ঠ্যাংয়ের মাঝে।’

উত্তর :
১. শাপলা
২. বিজলি
৩. চশমা
৪. গাভির দুধ

এসইউ/আরআইপি