ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আজকের এইদিনে : ২৮ জানুয়ারি ২০১৬

প্রকাশিত: ০২:৫৩ এএম, ২৮ জানুয়ারি ২০১৬

১৭৮২  খ্রিস্টাব্দের এই দিনে ব্রিটিশবিরোধী আন্দোলনের শহীদ তিতুমীর (মীর নিসার আলী) জন্মগ্রহণ করেন।
১৮৩১  খ্রিস্টাব্দের এই দিনে ঈশ্বরগুপ্তের সম্পাদনায় প্রথম বাংলা সাপ্তাহিক ‘সংবাদ প্রভাকর’ প্রকাশিত হয়।
১৮৬৫  খ্রিস্টাব্দের এই দিনে ভারতের বিপ্লবী লালা লাজপত রায় জন্মগ্রহণ করেন।
১৮৭১  খ্রিস্টাব্দের এই দিনে জার্মান বাহিনীর কাছে প্যারি আত্মসমর্পণ করে।
১৮৮২  খ্রিস্টাব্দের এই দিনে  কলকাতা-বোম্বাই দূরালাপনি চালু হয়।
১৮৮২  খ্রিস্টাব্দের এই দিনে মরক্কোর বিখ্যাত রীফ নেতা আবদুল করিম আল খাত্তাবি জন্মগ্রহণ করেন।
১৯০৯  খ্রিস্টাব্দের এই দিনে স্প্যানিশ-আমেরিকান যুদ্ধের পর প্রথম আমেরিকার সেনারা কিউবা ত্যাগ করে। শুধু গুয়ান্তানামো বে নৌঘাঁটি তাদের দখলে রাখে।
১৯১৫ খ্রিস্টাব্দের এই দিনে কংগ্রেসে আইন পাসের মাধ্যমে মার্কিন যুক্তরাস্ট্রের কোস্টগার্ড বাহিনী গঠন করা হয়।
১৯৩২  খ্রিস্টাব্দের এই দিনে জাপানী সৈন্যরা সাংহাই দখল করে।
১৯৩৯  খ্রিস্টাব্দের এই দিনে নোবেল বিজয়ী আইরিশ কবি ও নাট্যকার উইলিয়াম বাটলার ইয়েটস মৃত্যুবরণ করেন।
১৯৪৫  খ্রিস্টাব্দের এই দিনে তৎকালীন বার্মা অর্থাৎ বর্তমানের মিয়ানমারের লাশিও থেকে দক্ষিণ পশ্চিম চীনের কুমিং পর্যন্ত বিস্তৃত বার্মা রোড আবার উন্মুক্ত করে দেয়া হয়।
১৯৭৯  খ্রিস্টাব্দের এই দিনে স্বাধীনতা সংগ্রামী ও সমাজকর্মী ক্ষিতীশচন্দ্র দাসগুপ্ত পরলোকগমন করেন।
১৯৮৪  খ্রিস্টাব্দের এই দিনে ভারতের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা আব্দুল রেজ্জাক খান মৃত্যুবরণ করেন।
১৯৮৬  খ্রিস্টাব্দের এই দিনে মার্কিন নভোখেয়াযান চ্যালেঞ্জার বিধ্বস্ত হলে সাত জন ক্রুর সবাই মৃত্যুবরণ করেন।
২০০০  খ্রিস্টাব্দের এই দিনে এস আর পালের মৃত্যু।
২০১০  খ্রিস্টাব্দের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী পাঁচজনের ফাঁসি কার্যকর করা হয়।

এইচআর/আরআইপি