ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

কুর্মিটোলায় গলফ ফেডারেশনের বৃক্ষরোপণ অভিযান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৩৫ পিএম, ৩০ জুন ২০২২

বাংলাদেশ গলফ ফেডারেশনের নির্দেশনায় দেশের সব গলফ ক্লাবে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুন) ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জিওসি ও এরিয়া কমান্ডার, লজিষ্টিক্স এরিয়া, ঢাকা ও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল মো. জহিরুল ইসলাম। বেলুন উড়িয়ে ও হাড়িভাঙ্গা আমের চারা রোপন করে কর্মসূচি শুরু করা হয়।

এ কর্মসূচিতে ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যরাসহ ক্লাবের কর্মকর্তা-কর্মচারী, বাংলাদেশ গলফ ফেডারেশনের সদস্য ও ক্লাবের বলবয়রা উপস্থিত ছিলেন।

কুর্মিটোলায় গলফ ফেডারেশনের বৃক্ষরোপণ অভিযান

পরিবেশ ও প্রকৃতি বিশেষজ্ঞদের মতে, দেশে ভূমিকম্প, বজ্রপাত, ভূমিধস, বন্যা, খরা ও জলোচ্ছাসের মতো প্রাকৃতিক বিপর্যয়ের মাত্রা বেড়েই চলেছে। পরিবেশ বিজ্ঞানীদের মতে একমাত্র বৃক্ষরোপণের মাধ্যমেই প্রাকৃতিক বিপর্যয়গুলোর হার বা মাত্রা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

বাংলাদেশ সরকার সবুজ-শ্যামল দেশ গড়ার লক্ষ্যে প্রতিবছর বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে থাকে। এ বছর ৫ জুন থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসের বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

এইচএআর/এসএএইচ/জেআইএম