ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

গ্যাস সংকট সমাধানের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৮:৪৭ এএম, ২৭ জানুয়ারি ২০১৬

আবাসিক সংযোগে গ্যাস সংকট সমাধান ও আন্তর্জাতিক দরের সাথে সংগতি রেখে জ্বালানি তেলের দাম নির্ধারনের দাবিতে মানববন্ধন করেছে ন্যাশনাল ডেমক্রেটিক ফ্রন্টসহ বিভিন্ন সংগঠন। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে ন্যাশনাল ডেমক্রেটিক ফ্রন্টের চেয়ারম্যান শওকত হোসেন নিলু বলেন, ঢাকাসহ সাড়া দেশে তীব্র গ্যাস সংকট চলছে। মানুষ নিজ গৃহে রান্না করতে পারছে না, এটা খুব দুঃখজনক । সিলেন্ডার গ্যাসের দাম বৃদ্ধির এটি একটা পায়তারা। অনতিবিলম্বে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে তারপরও প্রতি লিটারে বেশি দামে তেল বিক্রি করা হচ্ছে আমাদের দেশে।

ন্যাশনাল ডেমক্রেটিক ফ্রন্ট সহ ন্যাশনাল পিপলস পার্টি, জাতীয় স্বাধীনতা ন্যাশনাল পার্টি, পিপলস মহিলা পার্টি, বাংলাদেশ ইসলামিক পার্টি(বিআইপি), ন্যাশনাল আওয়ামী পার্টি(ন্যাপ ভাসানী), ন্যাশনাল ডেমক্রেটিক ফ্রন্ট এ মানববন্ধনের আয়োজন করে।

এএস/এআরএস/এমএস