ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে ইচ্ছা
সিলেটে বন্যাকবলিতদের মাঝে ত্রাণ বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইচ্ছা। ৬৫০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে সংগঠনটি।
রোববার (২৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইচ্ছার পক্ষ থেকে জানানো হয়, বিচ্ছিন্ন জনপদ ও বন্যার পানিতে মানবেতর জীবনযাপন করছে এমন পরিবারের মাঝে তারা এসিব ত্রাণ পৌঁছে দিয়েছে। এর আগেও তারা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছে।
ইচ্ছার সভাপতি মো. আরিফুল ইসলাম হৃদয় বলেন, এই দুর্যোগে সবার ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত। বিশেষ করে বন্যার পানি নেমে গেলে কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি
পুনর্নির্মাণসহ যথাযথ ব্যবস্থা নেওয়ার বিষয়ে এক সঙ্গে কাজ করতে হবে। যেসব এলাকায় বর্তমানে যোগাযোগ ও যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকা, সেসব এলাকায় সাহায্য নিয়ে সবাই এগিয়ে আসুন।
ত্রাণ বিতরণকালে ইচ্ছার দপ্তর সম্পাদক শরিফ খান, সিলেট জেলার সভাপতি মো. মামুন চোং এবং সিলেট বিভাগীয় সমন্বয়ক এমদাদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
এইচএআর/ইএ/জিকেএস