ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আজকের এই দিনে : ২৭ জানুয়ারি ২০১৬

প্রকাশিত: ০২:৪২ এএম, ২৭ জানুয়ারি ২০১৬

১৭৫৬  খ্রিস্টাব্দের এই দিনে বিখ্যাত সংগীতবিদ এবং সুরস্রষ্টা মোৎজার্ট জন্মগ্রহণ করেন।

১৭৫৮  খ্রিস্টাব্দের এই দিনে অস্ট্রিয় সুরস্রষ্টা আমাদিউস মোৎসাটের্র জন্ম।

১৮২২  খ্রিস্টাব্দের এই দিনে গ্রিসের স্বাধীনতা ঘোষিত হয়।

১৮৭৯  খ্রিস্টাব্দের এই দিনে টমাস আলভা এডিসন বৈদ্যুতিক বাতির বাণিজ্যিক পেটেন্ট করেন।

১৯০৫ খ্রিস্টাব্দের এই দিনে চিন্তাবিদ ও রাজনীতিবিদ আবুল হাশিমের জন্ম।

১৯১৬ খ্রিস্টাব্দের এই দিনে বার্লিনে কমিউনিস্ট পার্টি ‘স্পার্টাকাস’ গঠিত হয়।

১৯২৬  খ্রিস্টাব্দের এই দিনে জন লগি ব্যায়ার্ড সর্বপ্রথম জনসমক্ষে টেলিভিশন প্রদর্শন করেন।

১৯৪৩ খ্রিস্টাব্দের এই দিনে মার্কিন বোমারু বিমান জার্মানিতে প্রথম বোমাবর্ষণ করে।

১৯৪৪  খ্রিস্টাব্দের এই দিনে সোভিয়েত রাশিয়ার সৈন্যরা স্থায়ী ভাবে লেনিনগ্রাদ অবরোধ ভংগ করতে পেরেছিলো।

১৯৬৭  খ্রিস্টাব্দের এই দিনে অ্যাপেলো নভোযানে পরীক্ষামূলক মহড়াকালে তিনজন নভোচারী নিহত হন।

১৯৭৩  খ্রিস্টাব্দের এই দিনে প্যারিসে যুক্তরাষ্ট্র এবং উত্তর ভিয়েতনামের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।

২০০৫   খ্রিস্টাব্দের এই দিনে নারকীয় গ্রেনেড হামলায় আহত হয়ে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া মৃত্যুবরণ করেন।

২০০৭  খ্রিস্টাব্দের এই দিনে ছায়ানটের প্রতিষ্ঠাতা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওয়াহিদুল হকের মৃত্যু।

এইচআর/পিআর