ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

উন্নয়নের মহাকবি শেখ হাসিনার মুখে ‘পদ্মা সেতু’র গল্প

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১১:৪১ এএম, ২৫ জুন ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতা লাভের পর বঙ্গবন্ধু অতি স্বল্প সময়ের মধ্যে যুদ্ধবিধ্বস্ত যোগাযোগ ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করেন। তিনি একটি নিরবচ্ছিন্ন এবং কার্যকর যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন। স্বাধীনতার পর ১৯৭২ সালে তিনি যমুনা নদীর ওপর একটি সেতু নির্মাণের ঘোষণা দেন। ১৯৭৩ সালের অক্টোবর মাসে জাপান সফরকালে যমুনা নদীর ওপর সেতু নির্মাণের জন্য তিনি জাপান সরকারের সহায়তা চান। এরপর ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার দায়িত্ব নেওয়ার পর বঙ্গবন্ধু যমুনা বহুমুখী সেতুর নির্মাণকাজ শেষ হয় এবং ১৯৯৮ সালের ২৩ জুন আমি ওই সেতুর উদ্বোধন করি।

শনিবার (২৫ জুন) পদ্মা সেতু উদ্বোধনের আগ মুহূর্তে সুধী সমাবেশে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ১৯৯৭ সালে জাপান সফরকালে আমি পদ্মা নদী এবং রূপসা নদীর ওপর সেতু নির্মাণের সহযোগিতা চাই। জাপান সরকার দুটি নদীর ওপরই সেতু নির্মাণে রাজি হয়। আমার অনুরোধে ওই মেয়াদেই রূপসা নদীর ওপর সেতু নির্মাণ কাজ শুরু হয়। যেহেতু পদ্মা অনেক খরস্রোতা, বিশাল নদী, তাই পদ্মা নদীর সমীক্ষার প্রয়োজন হয়। ২০০১ সালের মাঝামাঝি পদ্মার নদীর ওপর সেতু নির্মাণের সমীক্ষার কাজ শেষ করে জাপান। স্থান নির্বাচন করে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে। এই সমীক্ষার ভিত্তিতে ২০০১ সালের ৪ জুলাই আনুষ্ঠানিকভাবে আমি মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করি।

তিনি আরও বলেন, ২০০১ সালের নির্বাচনে আমরা সরকারে আসতে পারিনি। তখন ক্ষমতায় আসে বিএনপি-জামায়াত জোট সরকার। তারা মাওয়া প্রান্তে সেতু নির্মাণ করতে দেয়নি। তারা জাপান সরকারকে পুনরায় মানিকগঞ্জের আরিচায় পদ্মা সেতুর জন্য সমীক্ষা করতে বলে। দ্বিতীয়বার সমীক্ষার পর জাপান বর্তমান মাওয়া-জাজিরা প্রান্তকেই বাছাই করে পদ্মা সেতু নির্মাণের রিপোর্ট পেশ করে। বিএনপি-জামায়াত জোট সরকার ২০০১-২০০৬ মেয়াদে এই সেতু নির্মাণের বিষয়ে আর কোনো উদ্যোগ নেয়নি।

শেখ হাসিনা বলেন, ২০০৯ সালে আবার সরকার পরিচালনার দায়িত্বে এসে আমরা পদ্মা সেতু নির্মাণকে সর্বোচ্চ অগ্রাধিকার তালিকায় নিয়ে আসি। জাপানের সমীক্ষার ভিত্তিতেই এই সেতু নির্মাণের পদক্ষেপ নেই। সরকারের দায়িত্ব নেওয়ার ২২ দিনের মাথায় সেতুর নকশা তৈরির জন্য পরামর্শক নিয়োগ দেই। অনেক আলাপ-আলোচনার পর বিশ্বব্যাংকসহ বিভিন্ন সংস্থা এই সেতু নির্মাণে টাকা দিতে সম্মত হয়। কিন্তু আমাদের দেশের একটা ব্যাংকের এমডি ৭০ বছরের বেশি বয়সে পদে থাকার জন্য ষড়যন্ত্র করেন। তখন দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক এ প্রকল্পে অর্থায়ন থেকে সরে যায়। পরে অন্য অংশীদাররা বিশ্বব্যাংকের পদাঙ্ক অনুসরণ করে। আমরা এটা চ্যালেঞ্জ নিলাম।

তিনি আরও বলেন, তারপর পানি অনেক ঘোলা করা হয়েছে। তথাকথিত নাগরিক সমাজের একশ্রেণির প্রতিনিধি, কতিপয় মিডিয়া, স্বঘোষিত অর্থনীতিবিদরা সরকারের তীব্র সমালোচনায় মেতে ওঠেন। অনেকটা চিলে কান নিয়ে গেছে প্রবাদ বাক্যের মতো অবস্থা। কেউ ন্যূনতম অনুসন্ধান পর্যন্ত করলেন না যে, যে প্রকল্প একেবারে প্রাথমিক পর্যায়ে তাতে কীভাবে দুর্নীতি হতে পারে? দুর্নীতি দমন কমিশন তদন্ত করে জানাল যে, কোন দুর্নীতি হয়নি। কিন্তু তাদের কথা কেউ বিশ্বাস করলেন না। বাংলাদেশ আমাদের দেশ। যতই অপবাদ দিক। আমি তখন সংসদে দাঁড়িয়ে বলেছিলাম, পদ্মা সেতু নিজেদের টাকায় করবো। তখন বাংলাদেশের জনগণ আমার পাশে দাঁড়িয়েছে। জনগণের শক্তিটাই বড় শক্তি। জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বে পরামর্শক টিমও আমাদের পাশে ছিল। যেসব প্রতিষ্ঠান নির্মাণে ছিল, তারাও আমাদের পাশে ছিল। কৃতজ্ঞাতা জানাই বাংলাদেশের জনগণের প্রতি। তারা শুধু পাশে দাঁড়ায়নি, টাকাও দিয়েছেন। বাংলাদেশের জনগণই আমার সাহসের ঠিকানা। আমি তাদের স্যালুট জানাই।

তিনি বলেন, আজ কার বিরুদ্ধে আমার অভিযোগ নেই। যাদের চিন্তার দৈন্যতা আছে, আত্মবিশ্বাসের অভাব আছে, তাই তারা হয়তো বিরোধিতা করেছে। তিনি স্মরণ করিয়ে দেন, বাংলাদেশের অর্থনীতি করোনা মোকাবিলা করেও গতিশীল। পদ্মা আর দশটা সাধারণ নদীর মতো নয়। ভরা বর্ষায় পদ্মা নদীর পানির প্রবাহ প্রতি সেকেন্ডে ৪ থেকে সাড়ে চার ঘন মিটার। আমাজনের পর পদ্মা বিশ্বের সবচেয়ে স্রোতস্বিনী এবং অননুমেয় নদী। প্রযুক্তি এবং কারিগরি নানা বিষয় বিবেচনায় নিলে এর বাস্তবায়ন ছিল সত্যিই একটা দুরূহ চ্যালেঞ্জ। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করেই পদ্মা সেতুর নির্মাণ কাজ সম্পন্ন করতে হয়েছে।

সরকার প্রধানের দাবি, পদ্মা সেতু নির্মাণকাজের গুণগত মানে কোনো আপস করা হয়নি। এই সেতু নির্মিত হয়েছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ও উপকরণ দিয়ে। সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখে পুরো নির্মাণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে সর্বোচ্চ মান বজায় রেখে। পদ্মা সেতুর পাইল বা মাটির গভীরে বসানো ভিত্তি এখন পর্যন্ত বিশ্বে গভীরতম। সর্বোচ্চ ১২২ মিটার গভীর পর্যন্ত এই সেতুর পাইল বসানো হয়েছে। ভূমিকম্প প্রতিরোধ বিবেচনায় ব্যবহৃত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। এ রকম আরও বিশেষ কিছু বৈশিষ্ট্যের কারণে এই সেতুর নির্মাণ পদ্ধতি বিশ্বজুড়ে প্রকৌশলবিদ্যার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হবে- আমি বিশ্বাস করি।

শেখ হাসিনা বলেন, এ বিশাল কর্মযজ্ঞ থেকে বড় প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা অর্জন করতে পেরেছেন আমাদের দেশের প্রকৌশলীরা। ভবিষ্যতে নিজেরাই এ ধরনের জটিল সেতু বা অবকাঠামো নির্মাণ করতে সক্ষম হবো আমরা। সেতু নির্মাণ যেমন তেমনি আঁকাবাঁকা, খরস্রোতা উন্মত্ত পদ্মা নদীকে শাসনে রাখাটাও একটা কঠিন চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জও সফলভাবে মোকাবিলা করে নদীর দুই পাড়কে সুরক্ষিত করার ব্যবস্থা করা হয়েছে। সেতুর উভয় দিকে রয়েছে উন্নত ব্যবস্থাপনাসমৃদ্ধ ও দৃষ্টিনন্দন সার্ভিস এরিয়া।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম। অংশ নেন জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্য, দেশের রাজনৈতিক নেতা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

এসইউজে/এসএইচএস/এএসএম

টাইমলাইন

  1. ০৪:৪৫ পিএম, ২৬ জুন ২০২২ প্রথম ৮ ঘণ্টায় পদ্মা সেতুতে ৮২ লাখ টাকা টোল আদায়
  2. ১২:১৫ পিএম, ২৬ জুন ২০২২ পদ্মা সেতুতে বাস-প্রাইভেটকার থামিয়ে সেলফি তোলার হিড়িক
  3. ০৯:২৯ এএম, ২৬ জুন ২০২২ পদ্মা সেতুর মাওয়া প্রান্তে গাড়ির দীর্ঘ সারি
  4. ০৮:৩১ এএম, ২৬ জুন ২০২২ বাসের জন্য অপেক্ষা, পিকআপেই পদ্মা সেতু পার
  5. ০৮:২৮ এএম, ২৬ জুন ২০২২ টোল প্লাজায় পদ্মা জয়ের উৎসব
  6. ০৭:৩৬ এএম, ২৬ জুন ২০২২ ‘পুরা ঈদ ঈদ লাগছে’
  7. ০৬:৩৩ পিএম, ২৫ জুন ২০২২ প্রবাস থেকে স্ত্রীর ভিডিও কলে পদ্মা সেতু দেখলেন স্বামী
  8. ০৫:২৩ পিএম, ২৫ জুন ২০২২ পদ্মা সেতু বাংলাদেশের প্রথম দোতলা সেতু
  9. ০৪:৫৭ পিএম, ২৫ জুন ২০২২ বাসে পদ্মা সেতু পার হলেন মন্ত্রী-কূটনীতিক-রাজনীতিবিদরা
  10. ০৪:৩০ পিএম, ২৫ জুন ২০২২ কেউ দাবায়ে রাখতে পারেনি, আমরাই বিজয়ী: প্রধানমন্ত্রী
  11. ০৪:২২ পিএম, ২৫ জুন ২০২২ আসুন, দেখে যান পদ্মা সেতু হয়েছে কি না: খালেদাকে প্রধানমন্ত্রী
  12. ০৪:১৯ পিএম, ২৫ জুন ২০২২ পদ্মা সেতু দেখতে আসার পথে গাড়িতেই ঘুম, গাড়িতেই খাওয়া
  13. ০৪:০৯ পিএম, ২৫ জুন ২০২২ স্যাটেলাইট ও গুগল আর্থে যেমন দেখায় পদ্মা সেতু
  14. ০৩:২৭ পিএম, ২৫ জুন ২০২২ শরীরে পদ্মা সেতু-প্রধানমন্ত্রীর ছবি আঁকলেন যুবক
  15. ০৩:০৬ পিএম, ২৫ জুন ২০২২ পদ্মা সেতুর উদ্বোধনে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া
  16. ০৩:০১ পিএম, ২৫ জুন ২০২২ পদ্মার আকাশে লাল-সবুজের বর্ণিল আয়োজন উপভোগ করলেন প্রধানমন্ত্রী
  17. ০২:০৯ পিএম, ২৫ জুন ২০২২ পদ্মা সেতু: ভোলার তাজা ইলিশের স্বাদ পাবে সারাদেশের মানুষ
  18. ০২:০৪ পিএম, ২৫ জুন ২০২২ প্রধানমন্ত্রীকে দেখতে এসেছেন পদ্মা সেতুতে জমি দেওয়া শরিতুন
  19. ০১:৪৯ পিএম, ২৫ জুন ২০২২ পদ্মা সেতুর ওপর হাজারো মানুষের ঢল
  20. ০১:৪৬ পিএম, ২৫ জুন ২০২২ শেখ হাসিনার নাম চিরদিন জনগণের হৃদয়ে গেঁথে থাকবে: কাদের
  21. ০১:৪৩ পিএম, ২৫ জুন ২০২২ পদ্মা সেতু করে বাধাদানকারীদের সমুচিত জবাব দিলাম: প্রধানমন্ত্রী
  22. ০১:৪০ পিএম, ২৫ জুন ২০২২ আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই: প্রধানমন্ত্রী
  23. ০১:২৬ পিএম, ২৫ জুন ২০২২ আজ দক্ষিণাঞ্চলের মানুষের বিশেষ দিন: প্রধানমন্ত্রী
  24. ০১:২৩ পিএম, ২৫ জুন ২০২২ ফরিদপুরে স্বর্ণযুগের সূচনা
  25. ০১:২৩ পিএম, ২৫ জুন ২০২২ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সাকিব-তামিম
  26. ০১:০১ পিএম, ২৫ জুন ২০২২ স্বপ্নজয়ী প্রধানমন্ত্রীকে ডিইউজের অভিনন্দন
  27. ১২:৫৫ পিএম, ২৫ জুন ২০২২ পদ্মা সেতু নিয়ে যা বললেন সুধীজনেরা
  28. ১২:৪৭ পিএম, ২৫ জুন ২০২২ অর্থায়নে পিছু হটা বিশ্বব্যাংক অভিনন্দন জানালো বাংলাদেশকে
  29. ১২:৪৫ পিএম, ২৫ জুন ২০২২ পদ্মা সেতুর জনসভায় যোগ দেননি শরীয়তপুরের ৩ এমপি
  30. ১২:৪০ পিএম, ২৫ জুন ২০২২ পদ্মা সেতুতে টোলমুক্ত অ্যাম্বুলেন্স চলাচল চান ডা. জাফরুল্লাহ
  31. ১২:৩৯ পিএম, ২৫ জুন ২০২২ আন্তর্জাতিক গণমাধ্যমে পদ্মা সেতুর জয়জয়কার
  32. ১২:২৮ পিএম, ২৫ জুন ২০২২ ‘নাতি-নাতনিদের কাছে গল্প করবো কীভাবে পদ্মা নদী পাড়ি দিতাম’
  33. ১২:২৬ পিএম, ২৫ জুন ২০২২ মঞ্চের বাইরেও উৎসবের আমেজ
  34. ১২:২০ পিএম, ২৫ জুন ২০২২ ফিরলেন আবুল হোসেন!
  35. ১২:০৬ পিএম, ২৫ জুন ২০২২ সড়কে ১০ কিলোমিটার যানজট, হেঁটে সভামুখী মানুষ
  36. ১২:০২ পিএম, ২৫ জুন ২০২২ খুললো শত-সহস্র স্বপ্নের পদ্মা সেতুর দুয়ার
  37. ১২:০০ পিএম, ২৫ জুন ২০২২ অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ: পদ্মা সেতুর শুভ উদ্বোধন
  38. ১১:৫১ এএম, ২৫ জুন ২০২২ টোল দিয়ে পদ্মা সেতুতে প্রধানমন্ত্রী
  39. ১১:৫০ এএম, ২৫ জুন ২০২২ বাংলাদেশের জনগণই আমার সাহসের ঠিকানা: প্রধানমন্ত্রী
  40. ১১:৪৮ এএম, ২৫ জুন ২০২২ কিডনি প্রতিস্থাপন না করে উদ্বোধনের অপেক্ষায় ছিলেন সেতুর ডিপিডি
  41. ১১:৪৫ এএম, ২৫ জুন ২০২২ পদ্মা সেতুর উদ্বোধন: উচ্ছ্বসিত স্পেন প্রবাসীরা
  42. ১১:৪১ এএম, ২৫ জুন ২০২২ উন্নয়নের মহাকবি শেখ হাসিনার মুখে ‘পদ্মা সেতু’র গল্প
  43. ১১:৩৭ এএম, ২৫ জুন ২০২২ আবুল হোসেনের প্রতি সহমর্মিতা জানালেন প্রধানমন্ত্রী
  44. ১১:৩৪ এএম, ২৫ জুন ২০২২ আজ আমার কারও বিরুদ্ধে অভিযোগ নেই: প্রধানমন্ত্রী
  45. ১১:২৯ এএম, ২৫ জুন ২০২২ বাসেও আসছেন মানুষ, পদ্মা সেতুর অ্যাপ্রোচ সড়কে দীর্ঘসারি
  46. ১১:২৭ এএম, ২৫ জুন ২০২২ প্রধানমন্ত্রীর কণ্ঠে ‘সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়’
  47. ১১:২৬ এএম, ২৫ জুন ২০২২ ‘আমরা সড়কে বসেই পদ্মা সেতুর আনন্দ পাচ্ছি’
  48. ১১:২৫ এএম, ২৫ জুন ২০২২ পদ্মা সেতুর উদ্বোধন: জনসভায় শরীয়তপুরের লাখো মানুষ
  49. ১১:২২ এএম, ২৫ জুন ২০২২ প্রধানমন্ত্রীকে গান শোনাতে নাটোর থেকে মুন্সিগঞ্জে ইসহাক মিয়া
  50. ১১:১৮ এএম, ২৫ জুন ২০২২ লঞ্চভর্তি লোক আসছে দক্ষিণাঞ্চল থেকে
  51. ১১:১৩ এএম, ২৫ জুন ২০২২ পদ্মা সেতুর উদ্বোধন
  52. ১১:১০ এএম, ২৫ জুন ২০২২ কংক্রিটের অবকাঠামো নয়, পদ্মা সেতু আমাদের অহংকার: প্রধানমন্ত্রী
  53. ১১:০৮ এএম, ২৫ জুন ২০২২ চরম মানসিক যন্ত্রণার শিকার হয়েছিলেন অনেকে: প্রধানমন্ত্রী
  54. ১১:০২ এএম, ২৫ জুন ২০২২ ‘বঙ্গবন্ধু দিয়েছেন দেশ, তুমি দিলে পদ্মা সেতু’
  55. ১১:০১ এএম, ২৫ জুন ২০২২ পদ্মা সেতু উদ্বোধন: সুধী সমাবেশে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী
  56. ১০:৫৪ এএম, ২৫ জুন ২০২২ আমরা অপমানের প্রতিশোধ নিয়েছি: কাদের
  57. ১০:৫৩ এএম, ২৫ জুন ২০২২ বাংলাবাজার ঘাটে হাজারো যাত্রী নিয়ে বিলাসবহুল সব লঞ্চ
  58. ১০:৩৯ এএম, ২৫ জুন ২০২২ সমাবেশে আগতদের পানি দিচ্ছে র‌্যাব
  59. ১০:২৮ এএম, ২৫ জুন ২০২২ বাংলাবাজারের জনসভাস্থলে বৃষ্টি
  60. ১০:২৪ এএম, ২৫ জুন ২০২২ পদ্মার বুকে লঞ্চ-নৌকার মেলা
  61. ১০:১৮ এএম, ২৫ জুন ২০২২ পদ্মা সেতু হওয়ায় বিএনপি খুশি হয়নি: তথ্যমন্ত্রী
  62. ১০:১৬ এএম, ২৫ জুন ২০২২ সন্নিকটে সেই মাহেন্দ্রক্ষণ, উদ্বোধনী অনুষ্ঠান শুরু
  63. ১০:১২ এএম, ২৫ জুন ২০২২ মাওয়ার সভামঞ্চে শেখ হাসিনা
  64. ১০:০৩ এএম, ২৫ জুন ২০২২ মাওয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  65. ০৯:৪৯ এএম, ২৫ জুন ২০২২ ফেরিঘাটে আর ঝরবে না মুমূর্ষু রোগীর প্রাণ
  66. ০৯:৪৪ এএম, ২৫ জুন ২০২২ প্রধানমন্ত্রীর অপেক্ষায় মাওয়া প্রান্ত
  67. ০৯:৪৩ এএম, ২৫ জুন ২০২২ বেনাপোল স্থলবন্দরের দৃশ্য পাল্টে দেবে পদ্মা সেতু
  68. ০৯:৩৪ এএম, ২৫ জুন ২০২২ নৌকা-ট্রলারে করে জনসভায় আসছে মানুষ
  69. ০৯:৩২ এএম, ২৫ জুন ২০২২ হেলিকপ্টারযোগে পদ্মা সেতুর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী
  70. ০৮:৫৯ এএম, ২৫ জুন ২০২২ সুধীজনে মুখরিত মাওয়ার সমাবেশস্থল
  71. ০৮:৫৫ এএম, ২৫ জুন ২০২২ পদ্মা সেতুর ছোঁয়ায় বদলে যাওয়া ভাঙ্গা গোলচত্বর
  72. ০৮:৩৩ এএম, ২৫ জুন ২০২২ স্বপ্নের সেতুতে ভোগান্তির চিরমুক্তি
  73. ০৮:০৫ এএম, ২৫ জুন ২০২২ বারবার হত্যার ষড়যন্ত্রের পরও পদ্মা সেতু
  74. ০৮:০৩ এএম, ২৫ জুন ২০২২ আজ বাংলাদেশের বড়দিন
  75. ০৮:০২ এএম, ২৫ জুন ২০২২ ‘পদ্মা কন্যা শেখ হাসিনা’
  76. ০৮:০১ এএম, ২৫ জুন ২০২২ দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্ন সত্য হচ্ছে আজ
  77. ০৭:৪১ এএম, ২৫ জুন ২০২২ প্রধানমন্ত্রীসহ অতিথিদের অপেক্ষায় মাওয়া প্রান্ত
  78. ০৭:২৩ এএম, ২৫ জুন ২০২২ পদ্মা সেতু উদ্বোধন: জনসভায় আসতে শুরু করেছে মানুষ
  79. ০৪:২৭ এএম, ২৫ জুন ২০২২ ভাঙ্গার গোলচত্বরে বর্ণিল আলোকসজ্জা, গভীর রাতেও মানুষের ভিড়
  80. ০১:৩০ এএম, ২৫ জুন ২০২২ রাত পোহালেই খুলে যাবে স্বপ্নের পদ্মা সেতুর দ্বার
  81. ১২:৫৭ এএম, ২৫ জুন ২০২২ প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে পদ্মাপাড়ে সুসজ্জিত ৫০ নৌকা
  82. ১২:২৫ এএম, ২৫ জুন ২০২২ ‘সর্বনাশা’ থেকে ‘সর্বআশা’ পদ্মা
  83. ১১:৫৪ পিএম, ২৪ জুন ২০২২ পদ্মার বুক চিরে বাংলাদেশের ‘সাহস’
  84. ১০:০২ পিএম, ২৪ জুন ২০২২ পদ্মা সেতু পারাপারে কোন বাহনের কত টোল
  85. ১০:০০ পিএম, ২৪ জুন ২০২২ আধুনিক পদ্ধতিতে পদ্মা সেতুর টোল আদায়, লাগবে ৩ সেকেন্ড
  86. ০৯:৫৭ পিএম, ২৪ জুন ২০২২ পদ্মা সেতুর উদ্বোধনে যোগ দিচ্ছেন বরিশালের লক্ষাধিক মানুষ
  87. ০৯:৫৪ পিএম, ২৪ জুন ২০২২ পদ্মা সেতুর আদ্যোপান্ত
  88. ০৯:৪৯ পিএম, ২৪ জুন ২০২২ ‌‌‌‌‘পদ্মা সেতু খুলে দেবে খেলাধুলার দুয়ারও’
  89. ০৯:০৮ পিএম, ২৪ জুন ২০২২ পদ্মা সেতু হয়ে কোন রুটে বাসভাড়া কত
  90. ০৮:৫২ পিএম, ২৪ জুন ২০২২ ৯ মাত্রার ভূমিকম্পেও টিকে থাকবে পদ্মা সেতু