সিলেটের বন্যা পরিস্থিতি স্থিতিশীল, অবনতি হতে পারে অন্য অঞ্চলে
হবিগঞ্জ ছাড়া সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতি আগামী ২৪ ঘণ্টায় স্থিতিশীল থাকতে পারে। তবে উত্তর ও মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
অন্যদিকে দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের নদীগুলোর পানি বাড়ছে বলেও জানিয়েছে সংস্থাটি।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, দেশের ১১টি জেলা বন্যাকবলিত হয়েছে। সোমবার সকালে ৯টি নদ-নদীর পানি ১৯টি পয়েন্টে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া বলেন, আবহাওয়া সংস্থাগুলোর গাণিতিক মডেলভিত্তিক পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ভারতের আসাম, মেঘালয়, ত্রিপুরা ও হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। ফলে আগামী ৪৮ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা, গঙ্গা-পদ্মা, ধরলা ও দুধকুমারসহ সব প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। তবে ভারতের মেঘালয় প্রদেশে ভারী বর্ষণের প্রবণতা কমে এসেছে।
তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। অন্যদিকে হবিগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে।
নির্বাহী প্রকৌশলী বলেন, আগামী ২৪ ঘণ্টায় লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, জামালপুর ও টাঙ্গাইল জেলার বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।
এসময়ে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অতিভারী বৃষ্টির আশঙ্কা আছে জানিয়ে আরিফুজ্জামান ভূঁইয়া বলেন, এর ফলে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি ও বান্দরবান জেলার নদ-নদীসমূহের পানি সমতল দ্রুত বৃদ্ধি পেতে পারে।
কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল (পলাশ) সোমবার সকালে বলেন, আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় হবিগঞ্জ জেলায় প্রায় ১৮০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার কোনো কোনো অংশে প্রায় ১২৫ মিলিমিটার পরিমাণ বৃষ্টি হয়েছে। সিলেট ও সুনামগঞ্জের বৃষ্টির পানি যখন নেমে যাওয়া শুরু করেছে ঠিক সে সময় হবিগঞ্জে ৬ ঘণ্টা ধরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত খুবই খারাপ সংবাদ। মৌলভীবাজারের মুন নদীর পানি হু-হু করে বাড়া শুরু করেছে সন্ধ্যা থেকে।
অন্যদিকে পানি উন্নয়ন বোর্ড নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাস প্রতিবেদনে জানিয়েছে, সোমবার ৯টি নদীর পানি ১৯টি পয়েন্টে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে ব্রহ্মপুত্র নদের পানি নুনখাওয়া, হাতিয়া, চিলমারী ও ফুলছড়ি পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে বইছে।
বাহাদুরাবাদ, সারিয়াকান্দি, কাজীপুর, সিরাজগঞ্জ ও পোড়াবাড়ি পয়েন্টে বিপৎসীমার ওপরে উঠেছে যমুনা নদীর পানি।
সুরমার পানি কানাইঘাট, সিলেট ও সুনামগঞ্জ পয়েন্টে, কুশিয়ারার পানি অমলশীদ ও শেওলায় বিপৎসীমার ওপর দিয়ে বইছে।
এছাড়া ধরলা নদীর পানি কুড়িগ্রাম, ঘাঘট নদীর পানি গাইবান্ধা, খোয়াই নদীর পানি বাল্লা, পুরাতন সুরমা নদীর পানি দেরাই ও সোমেশ্বরী নদীর পানি কমলাকান্দা পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
আরএমএম/এমএইচআর/জেআইএম
টাইমলাইন
- ০৯:১০ এএম, ২১ জুন ২০২২ বন্যায় সিলেট বিভাগে ১০ জনের মৃত্যু
- ০২:০৪ পিএম, ২০ জুন ২০২২ সিলেটের বন্যা পরিস্থিতি স্থিতিশীল, অবনতি হতে পারে অন্য অঞ্চলে
- ০১:১৫ পিএম, ২০ জুন ২০২২ সিলেটের আশ্রয়কেন্দ্রগুলোতে তীব্র খাদ্য সংকট
- ০৬:২৮ পিএম, ১৯ জুন ২০২২ সিলেটে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা
- ০৬:০১ পিএম, ১৯ জুন ২০২২ বন্যাদুর্গতদের পাশে থাকবো: সেনাপ্রধান
- ০৪:২০ পিএম, ১৯ জুন ২০২২ ‘সিলেটকে বন্যাদুর্গত এলাকা ঘোষণা করা উচিত’
- ০৩:১৮ পিএম, ১৯ জুন ২০২২ ঢাকা-সিলেট রেল যোগাযোগ স্বাভাবিক
- ০৩:০০ পিএম, ১৯ জুন ২০২২ সিলেটে আশ্রয়কেন্দ্রে এক লাখ মানুষ, দুজনের মৃত্যু
- ০১:৪৮ পিএম, ১৯ জুন ২০২২ ১৮ ঘণ্টা পর স্বাভাবিক ওসমানী মেডিকেল
- ০১:১৩ পিএম, ১৯ জুন ২০২২ সিলেট-সুনামগঞ্জে কাটা হয়েছে কয়েকটি সড়ক, নামছে পানি
- ০৯:০২ পিএম, ১৮ জুন ২০২২ বন্যার পানিতে তলিয়ে গেছে এটিএম বুথ, সাময়িক বন্ধ হতে পারে ব্যাংক
- ০৭:৪৯ পিএম, ১৮ জুন ২০২২ ‘বন্যাদুর্গত এলাকায় নৌকাভাড়া-মোমবাতির মূল্যবৃদ্ধি অমানবিকতা’
- ০৬:৪৬ পিএম, ১৮ জুন ২০২২ ‘সিলেট-সুনামগঞ্জে দুই দিনে বন্যা পরিস্থিতির আরও অবনতি হবে’
- ০৬:৩৪ পিএম, ১৮ জুন ২০২২ বন্যাকবলিত দেশের ৬৪ উপজেলা: ত্রাণ প্রতিমন্ত্রী
- ০৪:৫৪ পিএম, ১৮ জুন ২০২২ ওসমানী মেডিকেলে ঢুকেছে পানি, বিদ্যুৎ সরবরাহ বন্ধ
- ০৩:৩০ পিএম, ১৮ জুন ২০২২ বন্ধ হলো সিলেট রেলওয়ে স্টেশন
- ০৩:২৭ পিএম, ১৮ জুন ২০২২ সিলেটে বন্যার্তদের পাশে দাঁড়াতে ফায়ারকর্মীদের ছুটি বাতিল
- ১২:৫০ পিএম, ১৮ জুন ২০২২ সিলেটে বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ
- ১২:৫০ পিএম, ১৮ জুন ২০২২ সিলেটে অব্যাহত থাকতে পারে ভারি বৃষ্টি, বন্যার চরম অবনতির শঙ্কা
- ১২:৪১ পিএম, ১৮ জুন ২০২২ বন্যার্তদের উদ্ধারে নামছে নৌবাহিনীও, যুক্ত হচ্ছে হেলিকপ্টার-ক্রুজ
- ১১:৪৬ এএম, ১৮ জুন ২০২২ সিলেটে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
- ০৮:৫৭ এএম, ১৮ জুন ২০২২ বানে ভাসছে সিলেট: এত ভয়াবহতা আগে দেখেনি কেউ
- ০৮:৩৩ এএম, ১৮ জুন ২০২২ বন্যা ছড়াতে পারে মধ্যাঞ্চলেও, আগামী সপ্তাহে উন্নতির আভাস
- ০৭:০৩ পিএম, ১৭ জুন ২০২২ সিলেটে বন্যাদুর্গতদের উদ্ধারে সেনাবাহিনী
- ০৬:১৪ পিএম, ১৭ জুন ২০২২ সিলেটে বিদ্যুৎকেন্দ্র তলিয়ে যাওয়ার শঙ্কা, কাজ করছে সেনাবাহিনী
- ০৪:৩৪ পিএম, ১৭ জুন ২০২২ সিলেট বিমানবন্দরে বন্যার পানি, ফ্লাইট ওঠানামা বন্ধ
- ০২:৫১ পিএম, ১৭ জুন ২০২২ সুনামগঞ্জে বন্যাকবলিতদের উদ্ধারে নেমেছে সেনাবাহিনী
- ০১:১৩ পিএম, ১৭ জুন ২০২২ বন্যার পানি মাড়িয়ে শাবিপ্রবিতে পরীক্ষা দিলেন ঢাবিতে ভর্তিচ্ছুরা
- ১২:৪২ পিএম, ১৭ জুন ২০২২ বন্যায় বিদ্যুৎ বিচ্ছিন্ন সিলেট, দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
- ১২:২৬ পিএম, ১৭ জুন ২০২২ বন্যায় প্লাবিত শাবিপ্রবি, ২৫ জুন পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ
- ১২:০৮ পিএম, ১৭ জুন ২০২২ সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতি, উদ্ধারে নামছে সেনাবাহিনী
- ০৮:৩৫ এএম, ১৭ জুন ২০২২ শাবিপ্রবিতে বন্যার পানি, বিপাকে শিক্ষক-শিক্ষার্থীরা
- ০২:২২ পিএম, ১৬ জুন ২০২২ সিলেট শহরে পানিবন্দি লাখো মানুষ