বন্যা ছড়াতে পারে মধ্যাঞ্চলেও, আগামী সপ্তাহে উন্নতির আভাস
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের পর বন্যা মধ্যাঞ্চলেও ছড়াতে পারে। তবে রংপুর (উত্তরাঞ্চল) ও সিলেটের (উত্তর-পূর্বাঞ্চল) বর্তমান বন্যা পরিস্থিতি আগামী সপ্তাহ (জুনের চতুর্থ সপ্তাহ) থেকে উন্নতির দিকে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
শুক্রবার (১৭ জুন) রাতে বন্যা পূর্বাভাস সম্পর্কিত বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, জুন মাসের তৃতীয় সপ্তাহে ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকায় পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এর ফলে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ ও পাবনা জেলায় ৭ থেকে ১০ দিন মেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
এছাড়া তিস্তা ও ধরলা নদীর পানি বেড়ে কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর ও লালমনিরহাট জেলায় ৫ থেকে ৭ দিন মেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। পরবর্তীতে জুন মাসের চতুর্থ সপ্তাহের প্রথম ভাগে বৃষ্টিপাত কমে ওই অঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি ঘটার সম্ভাবনা রয়েছে।
জুন মাসের তৃতীয় ও চতুর্থ সপ্তাহে পদ্মা নদীর পানি বেড়ে বিপৎসীমার কাছাকাছি অবস্থান করার সম্ভাবনা রয়েছে। এতে মধ্যাঞ্চলের রাজবাড়ী, ফরিদপুর, মুন্সিগঞ্জ ও শরীয়তপুর জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এদিকে, জুন মাসের চতুর্থ সপ্তাহের প্রথম ভাগে বৃষ্টিপাত কমে সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোণা অঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি ঘটার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
ভারি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের ১০টি নদীর পানি ১৩টি পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে শুক্রবার জানিয়েছিলো পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
এসব অঞ্চলের নদ-নদীর পানি বৃদ্ধির কারণে এরই মধ্যে বন্যা দেখা দিয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে দক্ষিণ-পশ্চিমের সিলেট অঞ্চলের লাখ লাখ মানুষ। ঘর-বাড়ি ও রাস্তা-ঘাটসহ ডুবে গেছে বিভিন্ন স্থাপনা।
বন্যার কারণে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টা থেকে সিলেটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়। এছাড়া শুক্রবার দুপুরে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
অন্যদিকে, আবহাওয়াবিদরা জানিয়েছেন, শনিবার সিলেট বিভাগের সিলেট ও সুনামগঞ্জ জেলায় ২৫০ থেকে ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এতে সিলেট শহর, জৈন্তাপুর, কানাইঘাট, ও বিয়ানীবাজার উপজেলার বন্যা পরিস্থিতির চরম অবনতির আশঙ্কা রয়েছে।
আরএমএম/এমপি/এমএস
টাইমলাইন
- ০৯:১০ এএম, ২১ জুন ২০২২ বন্যায় সিলেট বিভাগে ১০ জনের মৃত্যু
- ০২:০৪ পিএম, ২০ জুন ২০২২ সিলেটের বন্যা পরিস্থিতি স্থিতিশীল, অবনতি হতে পারে অন্য অঞ্চলে
- ০১:১৫ পিএম, ২০ জুন ২০২২ সিলেটের আশ্রয়কেন্দ্রগুলোতে তীব্র খাদ্য সংকট
- ০৬:২৮ পিএম, ১৯ জুন ২০২২ সিলেটে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা
- ০৬:০১ পিএম, ১৯ জুন ২০২২ বন্যাদুর্গতদের পাশে থাকবো: সেনাপ্রধান
- ০৪:২০ পিএম, ১৯ জুন ২০২২ ‘সিলেটকে বন্যাদুর্গত এলাকা ঘোষণা করা উচিত’
- ০৩:১৮ পিএম, ১৯ জুন ২০২২ ঢাকা-সিলেট রেল যোগাযোগ স্বাভাবিক
- ০৩:০০ পিএম, ১৯ জুন ২০২২ সিলেটে আশ্রয়কেন্দ্রে এক লাখ মানুষ, দুজনের মৃত্যু
- ০১:৪৮ পিএম, ১৯ জুন ২০২২ ১৮ ঘণ্টা পর স্বাভাবিক ওসমানী মেডিকেল
- ০১:১৩ পিএম, ১৯ জুন ২০২২ সিলেট-সুনামগঞ্জে কাটা হয়েছে কয়েকটি সড়ক, নামছে পানি
- ০৯:০২ পিএম, ১৮ জুন ২০২২ বন্যার পানিতে তলিয়ে গেছে এটিএম বুথ, সাময়িক বন্ধ হতে পারে ব্যাংক
- ০৭:৪৯ পিএম, ১৮ জুন ২০২২ ‘বন্যাদুর্গত এলাকায় নৌকাভাড়া-মোমবাতির মূল্যবৃদ্ধি অমানবিকতা’
- ০৬:৪৬ পিএম, ১৮ জুন ২০২২ ‘সিলেট-সুনামগঞ্জে দুই দিনে বন্যা পরিস্থিতির আরও অবনতি হবে’
- ০৬:৩৪ পিএম, ১৮ জুন ২০২২ বন্যাকবলিত দেশের ৬৪ উপজেলা: ত্রাণ প্রতিমন্ত্রী
- ০৪:৫৪ পিএম, ১৮ জুন ২০২২ ওসমানী মেডিকেলে ঢুকেছে পানি, বিদ্যুৎ সরবরাহ বন্ধ
- ০৩:৩০ পিএম, ১৮ জুন ২০২২ বন্ধ হলো সিলেট রেলওয়ে স্টেশন
- ০৩:২৭ পিএম, ১৮ জুন ২০২২ সিলেটে বন্যার্তদের পাশে দাঁড়াতে ফায়ারকর্মীদের ছুটি বাতিল
- ১২:৫০ পিএম, ১৮ জুন ২০২২ সিলেটে বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ
- ১২:৫০ পিএম, ১৮ জুন ২০২২ সিলেটে অব্যাহত থাকতে পারে ভারি বৃষ্টি, বন্যার চরম অবনতির শঙ্কা
- ১২:৪১ পিএম, ১৮ জুন ২০২২ বন্যার্তদের উদ্ধারে নামছে নৌবাহিনীও, যুক্ত হচ্ছে হেলিকপ্টার-ক্রুজ
- ১১:৪৬ এএম, ১৮ জুন ২০২২ সিলেটে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
- ০৮:৫৭ এএম, ১৮ জুন ২০২২ বানে ভাসছে সিলেট: এত ভয়াবহতা আগে দেখেনি কেউ
- ০৮:৩৩ এএম, ১৮ জুন ২০২২ বন্যা ছড়াতে পারে মধ্যাঞ্চলেও, আগামী সপ্তাহে উন্নতির আভাস
- ০৭:০৩ পিএম, ১৭ জুন ২০২২ সিলেটে বন্যাদুর্গতদের উদ্ধারে সেনাবাহিনী
- ০৬:১৪ পিএম, ১৭ জুন ২০২২ সিলেটে বিদ্যুৎকেন্দ্র তলিয়ে যাওয়ার শঙ্কা, কাজ করছে সেনাবাহিনী
- ০৪:৩৪ পিএম, ১৭ জুন ২০২২ সিলেট বিমানবন্দরে বন্যার পানি, ফ্লাইট ওঠানামা বন্ধ
- ০২:৫১ পিএম, ১৭ জুন ২০২২ সুনামগঞ্জে বন্যাকবলিতদের উদ্ধারে নেমেছে সেনাবাহিনী
- ০১:১৩ পিএম, ১৭ জুন ২০২২ বন্যার পানি মাড়িয়ে শাবিপ্রবিতে পরীক্ষা দিলেন ঢাবিতে ভর্তিচ্ছুরা
- ১২:৪২ পিএম, ১৭ জুন ২০২২ বন্যায় বিদ্যুৎ বিচ্ছিন্ন সিলেট, দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
- ১২:২৬ পিএম, ১৭ জুন ২০২২ বন্যায় প্লাবিত শাবিপ্রবি, ২৫ জুন পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ
- ১২:০৮ পিএম, ১৭ জুন ২০২২ সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতি, উদ্ধারে নামছে সেনাবাহিনী
- ০৮:৩৫ এএম, ১৭ জুন ২০২২ শাবিপ্রবিতে বন্যার পানি, বিপাকে শিক্ষক-শিক্ষার্থীরা
- ০২:২২ পিএম, ১৬ জুন ২০২২ সিলেট শহরে পানিবন্দি লাখো মানুষ