ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

খামারবাড়িতে তিনদিনের জাতীয় ফল মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:২৯ এএম, ১৭ জুন ২০২২

রাজধানীর খামারবাড়ির কেআইবি চত্ত্বরে শত ধরনের বাহারি ফল নিয়ে শুরু হয়েছে জাতীয় ফল মেলা ২০২২। এ মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

বৃহস্পতিবার (১৬ জুন) কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে তিন দিনব্যাপী শুরু হয় এ মেলা। চলবে ১৮ জুন পর্যন্ত। এ বছর জাতীয় ফল মেলার প্রতিপাদ্য ‘বছরব্যাপী ফল চাষে, অর্থ পুষ্টি দুই-ই আসে’।

মেলার প্রথমদিনেই ভিড় জমেছে শত শত মানুষের। মেলায় সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে আম, কাঁঠাল, লিচু, জাম। রাজশাহী নওগাঁর আম, দিনাজপুরের লিচু নিয়ে কয়েক ডজন স্টল আছে এ মেলায়। সেই সঙ্গে বিক্রি হচ্ছে খাগড়াছড়ি থেকে আনা সূর্যমুখী কলা, যার রং লাল। আরও রয়েছে চাপালিশ কাঁঠাল, ড্রাগন, লংগান, স্ট্রবেরিসহ দেশে উৎপাদিত প্রায় সব ধরনের বিদেশি ফল।

jagonews24

এছাড়া আরও রয়েছে বাহারি সব দেশি ফলের স্টল। যেখানে লটকন, কাউফল, গাব, ডেউয়া সবই আছে। মেলায় পাওয়া যাচ্ছে নানান পদের শরবত, মধু ও ফল থেকে প্রক্রিয়াজাত আরও অনেক খাবার।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের স্টলে রয়েছে ৯৩ জাতের ফল। সেখানে মেট্রোপলিটন কৃষি কর্মকর্তা শাওন মজুমদার বলেন, প্রায় সব ধরনের ফল প্রদর্শনীর চেষ্টা করা হয়েছে। দেশের বিভিন্ন এলাকার উদ্যোক্তাদের কাছ থেকে এসব ফল সংগ্রহ করা হয়েছে।

এনএইচ/জেএস/