হালদা থেকে ১২ হাজার মিটার জাল জব্দ
দেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র হালদা নদীতে অভিযান চালিয়েছে নৌ-পুলিশ।
অভিযানে ১২ হাজার মিটার চরঘেরা জাল, দুইটি ঠেলাজাল জব্দ এবং ধ্বংস করা হয়। এছাড়া উদ্ধার করা দুই হাজার পিস চিংড়ি রেণু পোনা পুনরায় হালদা নদীতে অবমুক্ত করা হয়।
হালদায় অস্থায়ী নৌ-পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. এনামুল হক জানান, সোমবার সকাল ৬টা থেকে উরকিরচর, ছায়ারচর, কচুখাইন ও হালদা নদীর মোহনার আশপাশ এলাকায় অভিযান চালিয়ে জব্দ করা হয় জাল। এতে প্রায় ১২ হাজার মিটার জাল রয়েছে।
মা ও পোণা মাছ নিধনকারীদের বিরুদ্ধে হালদা নদীতে অভিযান এবং টহল অব্যাহত আছে বলে জানান তিনি।
ইকবাল হোসেন/জেডএইচ/এএসএম