সীতাকুণ্ডে বিস্ফোরণ: ক্ষয়ক্ষতির সঠিক তথ্য মিলছে না কারও কাছে
#আগুনে কার কী পরিমাণ ক্ষতি, তথ্য নেই কারও হাতেই
#আরও সময় চায় বিভাগীয় কমিশনের তদন্ত কমিটি
#বিজিএমইএ তালিকা করলেও এখনো ক্ষয়ক্ষতির তালিকা নেই বিকেএমইএর, ফ্রেইট ফরোয়ার্ডার অ্যাসোসিয়েশন, বিকডা
#সীতাকুণ্ড থানায় ১৫ জিডি
#টাকার অংকে ক্ষতি জানালেও পণ্যের পরিমাণ বলছে না শিল্পপ্রতিষ্ঠানগুলো
চট্টগ্রামের সীতাকুণ্ডে বেসরকারি বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের সপ্তাহ পেরোলেও এখনো ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করতে পারেনি সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠান বা সংস্থা। যদিও সংশ্লিষ্টদের আশঙ্কা, স্মরণকালের ভয়াবহ এ আগুনে ক্ষতির পরিমাণ হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। তবে অগ্নিকাণ্ডের দিন ডিপোতে কোন প্রতিষ্ঠানের কী পরিমাণ পণ্য ছিল, টাকার অংকে সেসব পণ্যের দাম কত, তা নিয়েও কোনো তথ্যতালিকা সামনে আসেনি। বিশেষত, তৈরি পোশাক খাতের কী পরিমাণ রপ্তানিপণ্য ডিপোতে ছিল তা-ও জানা যায়নি।
ডিপোর ক্ষয়ক্ষতি ছাড়াও অগ্নিকাণ্ডের ঘটনায় পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ কী, সে বিষয়ে কোনো তথ্য নেই পোশাকশিল্প সংশ্লিষ্ট কোনো সংগঠনের হাতে। যদিও দেশের পোশাক ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) বলছে, ডিপোর আগুনে ১৮১ প্রতিষ্ঠানের প্রায় ৪৩৬ কোটি টাকার পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক পোশাকশিল্প মালিক এরই মধ্যে সীতাকুণ্ড মডেল থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন।
রোববার (১২ জুন) সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক জাগো নিউজকে বলেন, বিএম ডিপোর অগ্নিকাণ্ডে আমদানি-রপ্তানি পণ্য পুড়ে ক্ষতিগ্রস্ত ১৫ প্রতিষ্ঠান থানায় জিডি করেছে। তবে জিডিতে এসব প্রতিষ্ঠানের কার কী পরিমাণ পণ্য পুড়েছে তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি। বেশিরভাগ প্রতিষ্ঠানই টাকার অংকে ক্ষতির পরিমাণ উল্লেখ করেছে। এসব জিডির ভিত্তিতে তদন্ত চলছে। বন্দর, কাস্টম, ফায়ার সার্ভিস ও জেলা প্রশাসন কর্তৃপক্ষও অগ্নিকাণ্ডের পরপরই পৃথকভাবে তদন্তে নামে।
সীতাকুণ্ড মডেল থানা সূত্রে জানা গেছে, জিডিতে মেট্রো নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের ক্ষতির পরিমাণ দেখানো হয়েছে ৩ লাখ ১২ হাজার ৪৫৮ ডলার। এপেক্স লিংগারী লিমিটেড ক্ষতির পরিমাণ দেখিয়েছে ১ লাখ ৮৯ হাজার ৬৬৮ ডলার। ক্লিফটন গ্রুপ আর্থিক ক্ষয়ক্ষতির কথা উল্লেখ না করলেও প্রতিষ্ঠানটি পৃথক জিডিতে ২৪ হাজার ৯৪৪ ডজন ও ৬ হাজার ৪৩৫ ডজন তৈরি পোশাক ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছে। জিডিতে এপেক্স টেক্সটাইলের ৪২ হাজার ৪১১ দশমিক ৮৯ মার্কিন ডলার এবং অ্যাপারেলস গ্যালারি লিমিটেড ক্ষতি দেখিয়েছে ৩ লাখ ৩৯ হাজার ১৯৮ ডলার।
এ বিষয়ে বিজিএমইএর সহ-সভাপতি রকিবুল আলম চৌধুরী রোববার সকালে জাগো নিউজকে বলেন, বিএম ডিপোর আগুনে কোন প্রতিষ্ঠানের কী পরিমাণ পণ্য ছিল, সে বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য জানাতে বিজিএমইএর পক্ষ থেকে সার্কুলার জারি হয়েছিল। এরই মধ্যে ১৪১টি প্রতিষ্ঠান তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ জানিয়েছে। যেখানে মোট ৪৭ দশমিক ৪৪ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৪৩৬ কোটি টাকার বেশি) মূল্যের পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি প্রতিষ্ঠান মালিকদের।
যদিও পূর্ণাঙ্গ হিসাব এখনো পাওয়া যায়নি। কারণ, ফ্রেইট ফরোয়ার্ডরা (আমদানি-রপ্তানি ব্যবসা ও আন্তর্জাতিক পণ্য পরিবহন) কী পরিমাণ পণ্য রিসিভ ও জাহাজীকরণ করেছে, সে তথ্য মেলানোর পর চূড়ান্ত ক্ষতি নির্ধারণ সম্ভব হবে। বর্তমানে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো যে দাবি করছে, পরবর্তী সময়ে চূড়ান্ত সিদ্ধান্তে তা কম-বেশি হতে পারে।
তিনি বলেন, অগ্নিকাণ্ডে অক্ষত পণ্যগুলোর দ্রুত জাহাজীকরণ প্রয়োজন। বিএম ডিপো থেকে পণ্যগুলো অন্য ইয়ার্ডে নিয়ে জাহাজীকরণের ব্যবস্থার জন্য বন্দর চেয়ারম্যান ও কাস্টমস কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। কারণ, শিপমেন্ট ব্যাহত হলে পুরো রপ্তানি খাত ক্ষতিগ্রস্ত হবে।
বিজিএমইএ সূত্রে জানা গেছে, বিএম কনটেইনার ডিপোর আগুনে ক্ষতিগ্রস্ত ১৪১টি পোশাকশিল্প প্রতিষ্ঠান এ পর্যন্ত তাদের ক্ষয়ক্ষতির তালিকা পাঠিয়েছে বিজিএমইএকে। এসব প্রতিষ্ঠানের তৈরি পোশাক যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, চীন, অস্ট্রেলিয়া, জার্মানি, সুইডেন, নিউজিল্যান্ড, নেদারল্যান্ডস ও ডেনমার্কে রপ্তানির কথা ছিল। এর মধ্যে বেশিরভাগ পণ্যের ক্রেতা সুইডেনভিত্তিক বিশ্বখ্যাত ব্র্যান্ড এইচঅ্যান্ডএম। এছাড়া টার্গেট, ওয়ালমাট, টপ গ্রেড, গ্যাস্টন, ওলওর্থস, ফিলিপস ভ্যান হিউসেন, পিভিএইচ, এমবিএইচ, চ্যাপ্টার ওয়ান, স্পোর্টস ওয়্যার, সিঅ্যান্ডএ বায়িং, নিউ ফ্রন্টেয়ার, রচি ট্রেডার্স ইনকরপো ও বিএএসএসের মতো বিদেশি প্রতিষ্ঠানগুলোর কেনা পণ্যও পুড়েছে সীতাকুণ্ডের আগুনে।
বিজিএমইএকে দেওয়া ক্ষয়ক্ষতির তালিকা অনুযায়ী, ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে চট্টগ্রামের সী-ব্লু অ্যান্ড সী টেক্সটাইল লিমিটেডের ১৬ লাখ ২৫ হাজার ২৫৫ ডলার, অ্যারো ফেব্রিক্স প্রাইভেট লিমিটেডের ৩ লাখ ২০ হাজার ৫০০ ডলার, ক্লিফটন গ্রুপের তিন প্রতিষ্ঠান ক্লিফটন টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলস লিমিটেড, ভেনচুরা (বাংলাদেশ) লিমিটেড, ক্লিফটন কটন মিলস লিমিটেডের ২ লাখ ৯৮ হাজার ১৯০ ডলার, সুজি ফ্যাশনস লিমিটেডের ৪৪ হাজার ২২৬ ডলার, এভালন ফ্যাশন লিমিটেডের ২ লাখ ১৪ হাজার ৪২৯ ডলার, স্যানটেক্স অ্যাপারেলস লিমিটেডের ১ লাখ ৩৯৪ ডলার, ডিভাইন ইনটিমেটস লিমিটেডের ৩১ লাখ ৩৫ হাজার ৪৯৩ ডলার, ডিভাইন ডিজাইন লিমিটেডের ১ লাখ ৫৫ হাজার ১৪৪ ডলার, বিলামি টেক্সটাইল লিমিটেডের ২ লাখ ৩৮ হাজার ৫ ডলার, প্যাসিফিক জিনস্ লিমিটেডের ১৩ লাখ ডলার, কেডিএস অ্যাপারেলস লিমিটেডের ১ লাখ ৫২ হাজার ৪৭৮ ডলার এবং কেডিএস গার্মেন্টস লিমিটেডের ২ লাখ ৩৬ হাজার ৭ ডলার সমমূল্যের তৈরি পোশাক ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঢাকাসহ দেশের অন্য জেলার পোশাক রপ্তানিকারকদের মধ্যে স্টার্লিং ডেনিমস লিমিটেডের ১২ লাখ ৯ হাজার ১৭২ ডলার, হপ ইক (বাংলাদেশ) লিমিটেডের ১৫ লাখ ৯৯ হাজার ৭৩১ ডলার, ক্রিসেন্ট ফ্যাশন অ্যান্ড ডিজাইড লিমিটেডের ৯ লাখ ২ হাজার ১৫৭ ডলার, পাইওনিয়ার নিটওয়্যার (বিডি) লিমিটেডের ১০ লাখ ৮৯ হাজার ১৫৭ ডলার, কলম্বিয়া অ্যাপারেলস লিমিটেডের ১২ লাখ ১৫ হাজার ৭২৩ ডলার, কলম্বিয়া গার্মেন্টস লিমিটেডের ১২ লাখ ৯৫ হাজার ৫১৭ ডলার, এসএম নিটওয়্যারস লিমিটেডের ১১ লাখ ৬৭ হাজার ৩৬৭ ডলারের সমমূল্যের পোশাক ছিল বিএম ডিপোতে।
এছাড়া ওই ডিপোতে শিন শিন অ্যাপারেলস, কেএ ডিজাইন, জেএফকে ফ্যাশন, একেএইচ নিটিং অ্যান্ড ডাইং, ভার্সাটাইল টেক্সটাইল, রিও ফ্যাশন, ভিশন অ্যাপারেলস, ইমপ্রেস-নিটেক্স কম্পোজিট টেক্সটাইল, আমান টেক্সটাইল, আয়েশা ক্লথিং, আসওয়াদ কম্পোজিট, আরকে নিট, টিআরজেড, রেমি হোল্ডিংস, টারাসিমা অ্যাপারেলস, কেসি বটম অ্যান্ড শার্টস, ভ্যানগার্ড গার্মেন্টস, মাশিয়াতা সুয়েটাস, চৈতি কম্পোজিট, নিউওয়েজ অ্যাপারেলস, কেইলক নিউওয়েজ বাংলাদেশ, আরাবি ফ্যাশন, দিগন্ত সুয়েটার্স, তাকওয়া ফেব্রিক্স, ফাউন্টেন গার্মেন্টস, ম্যাগপি কম্পোজিট, পিমকি অ্যাপারেলস, অনন্ত অ্যাপারেলস, একেএইচ ইকো অ্যাপারেলস, একেএইচ ফ্যাশনস্, নিট এশিয়া লিমিটেড, অরুনিমা স্পোর্টস ওয়্যার, টার্গেট ফাইন নিট, হেসং কোরিয়া লিমিটেড, সেটার্ন টেক্সটাইলস ও ক্রিসেন্ট ফ্যাশন নামের প্রতিষ্ঠানগুলোরও পণ্য ছিল।
বিজিএমইএ ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর তালিকা করলেও নিটওয়্যার প্রস্তুতকারকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ), বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডার্স অ্যাসোসিয়েশন (বাফা), বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশন (বিকডা) এখনো ক্ষতিগ্রস্তদের কোনো তালিকা করেনি। শুধু তৈরি পোশাক নয়, প্রক্রিয়াজাত খাবার শিল্পের রপ্তানি এবং আমদানি পণ্যও ছিল আগুনে ক্ষতিগ্রস্ত বিএম কনটেইনার ডিপোতে।
বেসরকারি ডিপো মালিকদের সংগঠন বিকডা’র তথ্যমতে, অগ্নিকাণ্ডের দিন অর্থাৎ গত ৪ জুন দিনগত রাত পর্যন্ত বিএম কনটেইনার ডিপোতে মোট চার হাজার ৩১৮টি কনটেইনার ছিল। এরমধ্যে দুই হাজার ৮৯৭টি ছিল খালি কনটেইনার। ৮৬৭ কনটেইনারে রপ্তানিপণ্য এবং বাকি ৫৫৪ কনটেইনারে ছিল আমদানিপণ্য।
বিকডার হিসাবে, সাধারণত প্রতি টিইইউএস (২০ ফুট সমমানের) কনটেইনারে গড়ে ৫০ লাখ টাকার পণ্য থাকে। সে হিসাবেও বিএম ডিপোর আগুনে প্রায় ৭০০ কোটি টাকার আমদানি ও রপ্তানিপণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে কী পরিমাণ পণ্য পুড়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে সে বিষয়ে স্পষ্ট কিছু না জানালেও বিকডা সচিব রুহুল আমীন সিকদার বিপ্লব জাগো নিউজকে বলেন, সরকারের বিভিন্ন সংস্থা বিষয়টি তদন্ত করছে। একাধিক তদন্ত কমিটিও হয়েছে। ফলে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে এখনই কোনো মন্তব্য করা যাবে না।
এ বিষয়ে বিকেএমইএ চট্টগ্রামের পরিচালক গাজী মো. শহীদুল্লাহ জাগো নিউজকে বলেন, আমরা বিকেএমইএর পক্ষ থেকে একটি পোর্টাল খুলেছি। দু-একটি প্রতিষ্ঠান মৌখিকভাবে তথ্য দিয়েছে। সব প্রতিষ্ঠানের সুনির্দিষ্ট তথ্য এখনো পাইনি। আশা করছি, আগামী এক সপ্তাহের মধ্যে একটি পূর্ণাঙ্গ তথ্য তালিকা পাওয়া যাবে।
বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফ রোববার (১২ জুন) দুপুরে জাগো নিউজকে বলেন, আমদানি বা রপ্তানির কোনো তথ্য শিপিং এজেন্টের কাছে থাকে না। এরপরও বিএম কনটেইনার ডিপোতে অগ্নিদুর্ঘটনার পর এজেন্টগুলোর কাছে আমরা তথ্য চেয়েছি। কার কী পরিমাণ পণ্য সেখানে ছিল যেন জানতে পারি। পূর্ণাঙ্গ তথ্য পেতে ক’দিন সময় লাগতে পারে।
এমকেআর/এসএইচএস/এএসএম
টাইমলাইন
- ০৯:১২ পিএম, ১২ জুন ২০২২ সীতাকুণ্ডে বিস্ফোরণ: ক্ষয়ক্ষতির সঠিক তথ্য মিলছে না কারও কাছে
- ০৩:৪০ পিএম, ১২ জুন ২০২২ সীতাকুণ্ডে বিস্ফোরণ: ৭ দিন পর মারা গেলেন দগ্ধ নুরুল
- ০৬:০১ এএম, ১২ জুন ২০২২ সীতাকুণ্ড বিস্ফোরণে দগ্ধ আরও এক ফায়ার সার্ভিসকর্মীর মৃত্যু
- ০৭:৩৪ পিএম, ১১ জুন ২০২২ ওদের চোখে এখন শুধুই ‘অন্ধকার’
- ০১:৫৪ পিএম, ০৯ জুন ২০২২ সীতাকুণ্ডে বিস্ফোরণ: প্রাণে বাঁচলেন নাড়িভুঁড়ি বের হওয়া কবীর
- ১০:২৪ এএম, ০৯ জুন ২০২২ সীতাকুণ্ডে নিহত মাসুদের জামালপুরে দাফন সম্পন্ন
- ০৮:৪৪ এএম, ০৯ জুন ২০২২ সীতাকুণ্ডে বিস্ফোরণ: সুষ্ঠু তদন্ত চান চট্টগ্রাম চেম্বার সভাপতি
- ০৪:৪৮ পিএম, ০৮ জুন ২০২২ সীতাকুণ্ডে বিস্ফোরণ: ৮ জনকে আসামি করে মামলা
- ০১:১৬ পিএম, ০৮ জুন ২০২২ ডিপোতে আগুন লাগার পরও স্ত্রীর সঙ্গে ভিডিওকলে কথা বলেছিলেন মাসুদ
- ১১:৪২ এএম, ০৮ জুন ২০২২ সীতাকুণ্ডে আহতদের দেখতে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে প্রতিনিধি দল
- ১১:৩৯ এএম, ০৮ জুন ২০২২ সীতাকুণ্ডে বিস্ফোরণ: আজও ডিএনএ সংগ্রহ করছে সিআইডি
- ১১:৩১ এএম, ০৮ জুন ২০২২ সীতাকুণ্ডে বিস্ফোরণ: তিনজন আইসিইউতে
- ১১:০৪ এএম, ০৮ জুন ২০২২ সীতাকুণ্ডে বিস্ফোরণে আরও একজনের মৃত্যু
- ০৮:১৮ পিএম, ০৭ জুন ২০২২ ‘দগ্ধরা যতদিন চিকিৎসা নেবেন, খরচ দেবে সরকার’
- ০৭:৩১ পিএম, ০৭ জুন ২০২২ হতাহতদের দেহ বিচ্ছিন্ন হওয়ায় মৃতের সংখ্যায় গরমিল: ফায়ার সার্ভিস
- ০৬:৫০ পিএম, ০৭ জুন ২০২২ আমাদের হিসাবে মৃতের সংখ্যা ৪৪: ফায়ার সার্ভিস
- ০৬:৩৬ পিএম, ০৭ জুন ২০২২ কেমিক্যালভর্তি ১২ কনটেইনার এখনো ঝুঁকিপূর্ণ: ফায়ার সার্ভিস
- ০৫:৫০ পিএম, ০৭ জুন ২০২২ সীতাকুণ্ডে বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ৪৩
- ০৫:১১ পিএম, ০৭ জুন ২০২২ বিএম ডিপোতে পুড়ে যাওয়া ৬ মোবাইল উদ্ধার
- ০৪:৪২ পিএম, ০৭ জুন ২০২২ দোকানের ক্যাশ কাউন্টারে লুকিয়ে মালিক বাঁচলেও ঝলসে যান ২ ক্রেতা
- ০৩:৪৩ পিএম, ০৭ জুন ২০২২ ‘ভিডিও কলে বোনদের আগুন দেখানোর পর ছেলেটার আর খোঁজ মেলেনি’
- ০৩:৪০ পিএম, ০৭ জুন ২০২২ আহতদের চিকিৎসায় ৫ লাখ টাকা দিলো মানাহিল ফাউন্ডেশন-ভিআইপি টাওয়ার
- ০২:১৯ পিএম, ০৭ জুন ২০২২ উদ্ধার মরদেহ ফায়ার ও নিরাপত্তাকর্মীর হতে পারে: ফায়ার সার্ভিস
- ০১:৩৮ পিএম, ০৭ জুন ২০২২ তদন্ত প্রতিবেদন পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা: আইজিপি
- ০১:৩১ পিএম, ০৭ জুন ২০২২ ফায়ার সার্ভিসের ইতিহাসে এটাই সর্বোচ্চ নিহতের ঘটনা
- ০১:০৭ পিএম, ০৭ জুন ২০২২ কোনো গাফিলতি পাওয়া গেলে আইনগত ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- ০১:০২ পিএম, ০৭ জুন ২০২২ সীতাকুণ্ডের বিস্ফোরণে নিখোঁজ মনিরের অপেক্ষায় অন্তঃসত্ত্বা স্ত্রী
- ১২:৫৭ পিএম, ০৭ জুন ২০২২ সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনা নাশকতা, সন্দেহ নৌ প্রতিমন্ত্রীর
- ১২:৩২ পিএম, ০৭ জুন ২০২২ বিএম ডিপোতে আরও দুই মরদেহের সন্ধান
- ১১:৫৯ এএম, ০৭ জুন ২০২২ ৬১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে: সেনাবাহিনী
- ১১:৫৬ এএম, ০৭ জুন ২০২২ ফায়ার ফাইটার শাকিলের জানাজা সম্পন্ন, স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা
- ১১:১৮ এএম, ০৭ জুন ২০২২ দুপুরে সীতাকুণ্ড যাচ্ছেন আইজিপি
- ১১:১২ এএম, ০৭ জুন ২০২২ বিস্ফোরণের পর থেকে নিখোঁজ আতিকুল, ডিএনএ দিতে চমেকে স্ত্রী-সন্তান
- ১০:৩৮ এএম, ০৭ জুন ২০২২ মরদেহ শনাক্তে আজও ডিএনএ নিচ্ছে সিআইডি
- ০৯:৩৮ এএম, ০৭ জুন ২০২২ ফায়ারম্যান ইমরানের জানাজায় হাজারো মানুষের ঢল
- ০৯:৩৪ এএম, ০৭ জুন ২০২২ অজ্ঞাত থেকে রনির নাম কাটাতে গুনতে হলো টাকা!
- ০৯:২২ এএম, ০৭ জুন ২০২২ ৫৮ ঘণ্টায়ও নেভেনি বিএম ডিপোর আগুন
- ১০:১৩ পিএম, ০৬ জুন ২০২২ কী ঘটেছে বিস্ফোরণের আগমুহূর্তে দাঁড়িয়ে থাকা মানুষের ভাগ্যে?
- ০৯:১৪ পিএম, ০৬ জুন ২০২২ বিস্ফোরণ আতঙ্কে এলাকা ছেড়েছে শিশুরা
- ০৯:০৫ পিএম, ০৬ জুন ২০২২ শেখ হাসিনা বার্নে ভর্তি ১৫ জন, আশঙ্কাজনক ৪
- ০৯:০২ পিএম, ০৬ জুন ২০২২ ফায়ার ফাইটার রনির মরদেহ শেরপুরে আসছে রাতে
- ০৮:০০ পিএম, ০৬ জুন ২০২২ বাংলাদেশে রাসায়নিক মজুতে সুরক্ষা নিশ্চিতের আহ্বান আইএলও’র
- ০৭:৫২ পিএম, ০৬ জুন ২০২২ সীতাকুণ্ডে আহতদের পাশে বেটার লাইফ হাসপাতাল
- ০৭:২৭ পিএম, ০৬ জুন ২০২২ বিএম ডিপো কোনো আ’লীগ নেতার নয়: তথ্যমন্ত্রী
- ০৭:১৪ পিএম, ০৬ জুন ২০২২ কিছু মরদেহ শনাক্তে সময় লাগবে এক মাস
- ০৬:৫৬ পিএম, ০৬ জুন ২০২২ বিস্ফোরণে আহতদের দেখতে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভূমিমন্ত্রী
- ০৬:০৯ পিএম, ০৬ জুন ২০২২ ৪২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন, ক্লান্ত ফায়ারকর্মীরা
- ০৫:৫৬ পিএম, ০৬ জুন ২০২২ দগ্ধদের দেখতে চমেক হাসপাতালে কল্যাণ পার্টির চেয়ারম্যান
- ০৫:৩৯ পিএম, ০৬ জুন ২০২২ চট্টগ্রাম বন্দরে ৬০৯ ড্রাম হাইড্রোজেন পার-অক্সাইড নিলামে বিক্রি
- ০৫:৩৭ পিএম, ০৬ জুন ২০২২ ‘গাফিলতি থাকলে মালিকপক্ষকে বিচারের মুখোমুখি করা হবে’
- ০৫:৩৪ পিএম, ০৬ জুন ২০২২ ‘আমরা প্রতিটি ঘটনা থেকে শিক্ষা নেই, শতভাগ কারেকশন করতে পারি না’
- ০৪:৪৬ পিএম, ০৬ জুন ২০২২ কেমিক্যাল ছড়িয়ে পড়া রোধে ড্রেনেজব্যবস্থা বন্ধ করলো সেনাবাহিনী
- ০৪:৩৫ পিএম, ০৬ জুন ২০২২ সীতাকুণ্ডের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- ০৪:২৩ পিএম, ০৬ জুন ২০২২ সীতাকুণ্ডে বিস্ফোরণ: দাদা-দাদির পাশে শায়িত ফায়ারম্যান আলাউদ্দিন
- ০৪:২৩ পিএম, ০৬ জুন ২০২২ সীতাকুণ্ডের বিস্ফোরণে এখনো নিখোঁজ ৪ ফায়ার ফাইটার
- ০৪:১৫ পিএম, ০৬ জুন ২০২২ সীতাকুণ্ডে বিস্ফোরণ: ২০ মরদেহ শনাক্তে ৩৫ ডিএনএ নমুনা সংগ্রহ
- ০৩:৪৭ পিএম, ০৬ জুন ২০২২ বাবার অভাব ঘোচাতে বিএম কনটেইনার ডিপোতে কাজ নেন অলিউর
- ০৩:১০ পিএম, ০৬ জুন ২০২২ সীতাকুণ্ডে বিস্ফোরণ: নিরপেক্ষ তদন্ত কমিশন চান ফখরুল
- ০২:২৩ পিএম, ০৬ জুন ২০২২ বার্ন ইনস্টিটিউটে লাইফ সাপোর্টে ফায়ার সার্ভিসের দুই কর্মী
- ০২:১০ পিএম, ০৬ জুন ২০২২ ‘সীতাকুণ্ডে বিস্ফোরণে শুধু তৈরি পোশাক পুড়েছে হাজার কোটি টাকার’
- ০১:৪৫ পিএম, ০৬ জুন ২০২২ সীতাকুণ্ডে বিস্ফোরণে মৃত্যুর প্রকৃত সংখ্যা নিয়ে বিভ্রান্তি!
- ০১:১৩ পিএম, ০৬ জুন ২০২২ গার্ড অব অনারে দুই ফায়ার ফাইটারকে বিদায়
- ১২:৫৬ পিএম, ০৬ জুন ২০২২ কেমিক্যাল থাকা ৪ কনটেইনার চিহ্নিত: সেনাবাহিনী
- ১২:৫৪ পিএম, ০৬ জুন ২০২২ দু’দিনেও খোঁজ মেলেনি ফায়ার ফাইটার শফিউলের
- ১২:৪২ পিএম, ০৬ জুন ২০২২ বিএম ডিপোর আগুন নেভাতে ৬ পুকুরের পানি শেষ!
- ১২:২৪ পিএম, ০৬ জুন ২০২২ ১০ মরদেহ শনাক্তে ১৭ ডিএনএ নমুনা সংগ্রহ
- ১২:০০ পিএম, ০৬ জুন ২০২২ ছেলের ছবি হাতে ডিএনএ পরীক্ষার জন্য দাঁড়িয়ে বাবা
- ১১:৩৫ এএম, ০৬ জুন ২০২২ ৩৬ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কনটেইনার থেকে বেরোচ্ছে ধোঁয়া
- ১১:১১ এএম, ০৬ জুন ২০২২ বাবার মরদেহ শনাক্তে ডিএনএ দেওয়ার অপেক্ষায় ৬ মাসের শিশু
- ১০:৫৬ এএম, ০৬ জুন ২০২২ লিচুর বদলে বাবাকেই খুঁজে ফিরছে ছোট্ট ইসা
- ১০:৪৬ এএম, ০৬ জুন ২০২২ বাবা জীবিত না মৃত, জানে না জুয়েলের দুই সন্তান
- ১০:৩১ এএম, ০৬ জুন ২০২২ ফায়ার ফাইটার রানা মিয়ার জানাজায় মানুষের ঢল
- ০৯:৪৯ এএম, ০৬ জুন ২০২২ চমেকে স্বেচ্ছাসেবক বিড়ম্বনা!
- ০৯:১৮ এএম, ০৬ জুন ২০২২ অনাগত সন্তানের মুখ দেখা হলো না ইব্রাহীমের
- ০৯:০৩ এএম, ০৬ জুন ২০২২ অপেক্ষা এখন আদরের ছেলের মরদেহের
- ০৮:৪৩ এএম, ০৬ জুন ২০২২ স্বজনদের আগুন দেখানোর সময় বিস্ফোরণ, হাসপাতালে মিললো মরদেহ
- ০৮:৩১ এএম, ০৬ জুন ২০২২ সীতাকুণ্ডে বিস্ফোরণ: পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু আজ
- ০৯:২৩ পিএম, ০৫ জুন ২০২২ ‘গোখরা নিয়ে খেলতে গেলে খেয়াল রাখতে হয়, যেকোনো সময় ছোবল দিতে পারে’
- ০৯:১৮ পিএম, ০৫ জুন ২০২২ সীতাকুণ্ডে নিহতদের বেতন পাবে পরিবারের শিশু
- ০৮:৫৮ পিএম, ০৫ জুন ২০২২ সীতাকুণ্ডের বিস্ফোরণে সাহায্যের হাত বাড়ানো সবাইকে স্যালুট: তামিম
- ০৮:৩২ পিএম, ০৫ জুন ২০২২ নিহতদের প্রত্যেক পরিবারকে ১০ লাখ টাকা করে দেবে বিএম ডিপো
- ০৮:২৭ পিএম, ০৫ জুন ২০২২ ফায়ার সার্ভিসের নিহত ৮ জনের পরিচয় মিলেছে
- ০৭:৩৪ পিএম, ০৫ জুন ২০২২ হাসপাতালে কান্নার রোল, বাতাসে পোড়া গন্ধ
- ০৭:০৭ পিএম, ০৫ জুন ২০২২ গুরুতর আহতদের সেনাবাহিনীর হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে
- ০৭:০৩ পিএম, ০৫ জুন ২০২২ বঙ্গোপসাগরে কেমিক্যাল ছড়ানোর সংবাদ সত্য নয়: ডিসি
- ০৭:০১ পিএম, ০৫ জুন ২০২২ ‘ফায়ার সার্ভিস রাত ১০টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনবে বলে আশা করছি’
- ০৬:৫২ পিএম, ০৫ জুন ২০২২ একনজরে সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে বিস্ফোরণ
- ০৬:৪৯ পিএম, ০৫ জুন ২০২২ সীতাকুণ্ডে বিস্ফোরণ: শেখ হাসিনা বার্নে ভর্তি আরও চারজন
- ০৬:৩৪ পিএম, ০৫ জুন ২০২২ যতক্ষণ আগুন থাকবে ততক্ষণ পর্যন্ত সেনাবাহিনী থাকবে
- ০৬:২২ পিএম, ০৫ জুন ২০২২ সীতাকুণ্ডে বিস্ফোরণে নিহত বেড়ে ৪৯: সিভিল সার্জন
- ০৬:১৭ পিএম, ০৫ জুন ২০২২ সীতাকুণ্ড ট্র্যাজেডি: ছেলেকে হারিয়ে দিশেহারা জাহানারা বেগম
- ০৬:১৩ পিএম, ০৫ জুন ২০২২ সীতাকুণ্ডে হতাহতদের জন্য মালয়েশিয়ায় ফুটবলারদের দোয়া
- ০৫:৩৫ পিএম, ০৫ জুন ২০২২ সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় সংসদে শোক
- ০৪:৫৮ পিএম, ০৫ জুন ২০২২ সরকারের সীমাহীন ব্যর্থতায় অগ্নিকাণ্ডসহ দুর্ঘটনার মাত্রা বাড়ছে
- ০৪:৪৮ পিএম, ০৫ জুন ২০২২ ফায়ার সার্ভিসের আহত দুই কর্মী এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায়
- ০৪:৩৩ পিএম, ০৫ জুন ২০২২ সীতাকুণ্ডে আহতদের সুচিকিৎসা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ০৪:৩০ পিএম, ০৫ জুন ২০২২ বাবার জন্য অপেক্ষায় সন্তানেরা, মরদেহ হাসপাতালে
- ০৪:২৫ পিএম, ০৫ জুন ২০২২ শত শত হাইড্রোজেন পার অক্সাইডের ড্রাম বিস্ফোরণে ছড়ায় আগুন
- ০৪:২৫ পিএম, ০৫ জুন ২০২২ সবাই এগিয়ে আসুন, সহযোগিতায় বাঁচতে পারে প্রাণ: মাশরাফি
- ০৪:০৫ পিএম, ০৫ জুন ২০২২ অগ্নিকাণ্ড: চট্টগ্রাম জেলা প্রশাসনের ৯ সদস্যের তদন্ত কমিটি
- ০৩:৫১ পিএম, ০৫ জুন ২০২২ গুরুতর আহতদের সেনাবাহিনীর হেলিকপ্টারে আনা হচ্ছে ঢাকায়
- ০৩:১৬ পিএম, ০৫ জুন ২০২২ সীতাকুণ্ড ট্র্যাজেডি: বিচার বিভাগীয় তদন্তের দাবি জাপার
- ০৩:০৪ পিএম, ০৫ জুন ২০২২ নিরাপদ দূরত্বে সরানো হচ্ছে অরক্ষিত কনটেইনার
- ০২:৫৫ পিএম, ০৫ জুন ২০২২ সীতাকুণ্ডে বিস্ফোরণে ৮ ফায়ার কর্মী নিহত, হাসপাতালে ১৫
- ০২:৫৪ পিএম, ০৫ জুন ২০২২ সীতাকুণ্ডে আহতদের ১৫ জন চট্টগ্রাম সিএমএইচে ভর্তি
- ০২:৪৫ পিএম, ০৫ জুন ২০২২ সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় স্পিকারের শোক
- ০২:৩২ পিএম, ০৫ জুন ২০২২ সীতাকুণ্ডে বিস্ফোরণ নাশকতা কি না, খতিয়ে দেখা হবে: তথ্যমন্ত্রী
- ০২:০৬ পিএম, ০৫ জুন ২০২২ সীতাকুণ্ডে নিহত শ্রমিকদের ২ লাখ, আহতদের ৫০ হাজার টাকা সহায়তা
- ০২:০৪ পিএম, ০৫ জুন ২০২২ এটা খুবই মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা: স্বাস্থ্যমন্ত্রী
- ০১:৫৭ পিএম, ০৫ জুন ২০২২ ১৫ ঘণ্টায়ও নেভেনি আগুন, দীর্ঘ হচ্ছে লাশের সারি
- ০১:৩৫ পিএম, ০৫ জুন ২০২২ কনটেইনার ডিপোতে মনিটরিং টিমের অবহেলা ছিল: নৌপ্রতিমন্ত্রী
- ০১:৩১ পিএম, ০৫ জুন ২০২২ সীতাকুণ্ডে বিস্ফোরণে ফেসবুক লাইভ, হাসপাতালে মিললো মরদেহ
- ০১:০৭ পিএম, ০৫ জুন ২০২২ সীতাকুণ্ডে বিস্ফোরণ: এসআইসহ দগ্ধ ৩ জন শেখ হাসিনা বার্নে
- ১২:৪৭ পিএম, ০৫ জুন ২০২২ সীতাকুণ্ড বিস্ফোরণ: নিহত বেড়ে ৩৭
- ১২:৪৪ পিএম, ০৫ জুন ২০২২ সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডে হতাহতদের সহায়তায় ১ কোটি টাকা
- ১২:৩৭ পিএম, ০৫ জুন ২০২২ কনটেইনার ডিপোর আগুন নিয়ন্ত্রণে যোগ দিলো সেনাবাহিনী
- ১২:১৮ পিএম, ০৫ জুন ২০২২ দীর্ঘ হচ্ছে লাশের মিছিল
- ১২:০৯ পিএম, ০৫ জুন ২০২২ দগ্ধদের চিকিৎসার পুরো খরচ আমরা দেবো: বিএম ডিপো পরিচালক
- ১১:৫০ এএম, ০৫ জুন ২০২২ একের পর এক আসছে লাশ, নিহত বেড়ে ৩৩
- ১১:৪৫ এএম, ০৫ জুন ২০২২ স্বজনদের কান্নায় ভারি হচ্ছে চমেক হাসপাতাল প্রাঙ্গণ
- ১১:৪২ এএম, ০৫ জুন ২০২২ কনটেইনারের কেমিক্যাল সমুদ্রে ছড়ানো বন্ধে কাজ করছে সেনাবাহিনী
- ১১:২৬ এএম, ০৫ জুন ২০২২ সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
- ১১:১৩ এএম, ০৫ জুন ২০২২ সীতাকুণ্ডে বিস্ফোরণ: তদন্তে ফায়ার সার্ভিসের ৫ সদস্যের কমিটি
- ১১:১০ এএম, ০৫ জুন ২০২২ সীতাকুণ্ডে বিস্ফোরণ: ফায়ার সার্ভিসের পাঁচ কর্মীসহ নিহত ৩১
- ১১:০৫ এএম, ০৫ জুন ২০২২ কনটেইনার ডিপোর মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে না: ফায়ারের ডিজি
- ১১:০০ এএম, ০৫ জুন ২০২২ আগুনের ভেতরে কাজ করতে ঢাকা থেকে আসছে ‘হাজমত টিম’
- ১০:৫৫ এএম, ০৫ জুন ২০২২ ‘বিস্ফোরণের ভয়াবহতা ভাষায় প্রকাশ করা যাবে না’
- ১০:২৩ এএম, ০৫ জুন ২০২২ আগুন নিয়ন্ত্রণে প্রাণ গেলো ফায়ার সার্ভিসের ৫ কর্মীর
- ১০:২৩ এএম, ০৫ জুন ২০২২ কেমিক্যালের পানিতে জ্বলছে হাত-পা
- ০৯:৫৭ এএম, ০৫ জুন ২০২২ সীতাকুণ্ডে বিস্ফোরণ: এখনো দাউ দাউ করে জ্বলছে আগুন
- ০৯:৩৮ এএম, ০৫ জুন ২০২২ এখনো খোঁজ মেলেনি নুরুল কাদেরের
- ০৮:৩৯ এএম, ০৫ জুন ২০২২ সীতাকুণ্ডে আগুন নেভাতে হিমশিম, ১০ ঘণ্টায়ও আসেনি নিয়ন্ত্রণে
- ০৮:২৬ এএম, ০৫ জুন ২০২২ সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে বিস্ফোরণে নিহত বেড়ে ১৮
- ০৮:২০ এএম, ০৫ জুন ২০২২ ‘ডিউটি শেষ করে ঘুমাতে যাচ্ছিলাম’
- ০৪:৪১ এএম, ০৫ জুন ২০২২ ৫ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন, অসহায় হয়ে পড়েছে ফায়ার সার্ভিস
- ০৩:৫৭ এএম, ০৫ জুন ২০২২ সীতাকুণ্ডের বিস্ফোরণে নিহত বেড়ে ৭
- ০৩:৩৬ এএম, ০৫ জুন ২০২২ বাতাসে বাড়ছে আগুন, পানির হাহাকার কাটাতে বৃষ্টি কামনা
- ০৩:২৩ এএম, ০৫ জুন ২০২২ বিস্ফোরণের শব্দ শোনা গেছে ৪ কিলোমিটার দূরের এলাকায়ও
- ০৩:০১ এএম, ০৫ জুন ২০২২ সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে যেভাবে আগুনের সূত্রপাত
- ০২:৪৩ এএম, ০৫ জুন ২০২২ কনটেইনার বিস্ফোরণ হচ্ছে বোমার মতো, ডিপো এলাকায় পানি স্বল্পতা
- ০২:১৭ এএম, ০৫ জুন ২০২২ সীতাকুণ্ডের আগুনে নিহত বেড়ে ৪, আহত ৩ শতাধিক
- ০১:৫১ এএম, ০৫ জুন ২০২২ চট্টগ্রামের সব চিকিৎসককে মেডিকেল কলেজে ডেকেছেন সিভিল সার্জন
- ১২:৫৪ এএম, ০৫ জুন ২০২২ ছড়িয়ে পড়েছে কনটেইনার ডিপোর আগুন, বহু হতাহতের শঙ্কা
- ১২:৪০ এএম, ০৫ জুন ২০২২ সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুন