ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মাদক নিয়ন্ত্রণে সব সেক্টর কাজ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০২:৫৫ পিএম, ২৪ জানুয়ারি ২০১৬

মাদক নিয়ন্ত্রণে সরকারের সব সেক্টর একযোগে কাজ করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রাজধানীর বিএফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের যৌথ উদ্যোগে সপ্তাহব্যাপী মাদকবিরোধী বিতর্ক উৎসব-এর গ্র্যান্ডফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।


তিনি বলেন, মাদকের বিস্তার রোধে আমাদের কঠোর আইন রয়েছে। পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, মাদক নিয়ন্ত্রণ অধিদফতরসহ সব সেক্টর মাদক প্রতিরোধে কাজ করছে। তারপরেও আমাদের দেশে মাদকের অনুপ্রবেশ ঘটছে। মাদকের ব্যবহার বন্ধ এবং প্রতিবেশী দেশ ভারত, মায়ানমার থেকে যাতে মাদক অবৈধভাবে প্রবেশ করতে না পারে সেটাকে আরো গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
 
অনুষ্ঠানে মাদকের কুফল তুলে ধরে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমান।

এসকেডি/পিআর