দুদককে সংসদীয় কমিটির তলব
বেসিক ব্যাংকের তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশের পর দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তলব করেছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আগামী ২৮ জানুয়ারি সকাল ১১টায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে অর্থ মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটি।
দুদক সচিব আবু মো. মোস্তাফা কামাল বরাবর পাঠানো এক চিঠিতে সংস্থাটির তদন্ত দলকে ওইদিন বৈঠকে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে।
এর আগে সংসদীয় কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, দুদককে বা মামলার তদন্ত কর্মকর্তাকে সংসদীয় কমিটি ডাকতে পারে কি-না, সেটা নিয়ে কমিটিতে আলোচনা হয়েছে। কমিটি কার্যপ্রণালী বিধি পর্যালোচনা করে দেখেছে, দুদককে ডাকা যাবে।
এমন বক্তব্যের প্রেক্ষিতে দুদক কমিশনার (তদন্ত) মো. সাহাবুদ্দিন চুপ্পুও গণমাধ্যমে বলেছেন, দুদক স্বাধীন স্বশাসিত সংস্থা। এর জবাবদিহিতার কোনো জায়গা নেই। দুদককে তলব করার আগে জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ২০৩ ধারার আলোকে ও দুদক আইন’২০০৪ পাশাপাশি রেখে সিদ্ধান্ত নেয়া সমীচীন হবে।
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি মনে করে, বেসিক ব্যাংক জালিয়াতিতে দুদকের মামলা প্রশ্নবিদ্ধ হয়েছে। তবে দুদক তাদের এমন বক্তব্যের উত্তরে বলেছে, ব্যাংকটিতে দুর্নীতির বিষয়ে দুদক মামলা করেছে। মামলার পর এখন তদন্ত চলছে। তদন্ত পর্যায়ে সংসদীয় কমিটির আপত্তি তোলা সমীচীন নয়।
এইচএস/এসকেডি/আরআইপি