ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

গরম আর যানজটে নাকাল রাজধানীবাসী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:১০ পিএম, ০৮ জুন ২০২২

সূর্যের তাপ ও ভ্যাপসা গরমে হাঁসফাঁস জনজীবন। এর মধ্যে আবার রাজধানীর সেই চিরচেনা যানজট। সব মিলিয়ে চরম দুর্ভোগে পড়েছেন ঢাকাবাসী।

বুধবার (৮ জুন) রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে জাগো নিউজের প্রতিবেদকরা যানজটের খবর জানিয়েছেন।

তাদের তথ্য অনুযায়ী, সকাল ১০টায় গুলশান-বাড্ডা লিংক রোড থেকে গুলশান ১ পর্যন্ত রাস্তার দুই পাশেই গাড়ির জট ছিল। এছাড়া বাড্ডা থেকে হাতিরঝিল পর্যন্ত যানবাহন চলেছে থেমে থেমে। অন্যদিকে হাতিরঝিল, মগবাজার-মৌচাক সড়কে তীব্র যানজট দেখা গেছে।

এছাড়া বনানী থেকে মহাখালী সড়কে গাড়ির চাপ কম থাকলেও, সাতরাস্তার প্রতি সিগন্যালে বেশ খানিক সময় অপেক্ষা করতে হয়েছে যানবাহনকে। আর নিউমার্কেট থেকে মিরপুর সড়কেও দেখা গেছে যানজট। উত্তরার আব্দুল্লাহপুর, খিলক্ষেত ও বিমানবন্দর সড়কেও ছিল যানবাহনের কিছুটা চাপ।

jagonews24

প্রতিনিধিরা জানান, দুপুরের পর ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের একটি মিছিলকে কেন্দ্র করে মহাখালী, সাতরাস্তা, মগবাজারে গাড়ির জট আরও বাড়ে। বিকেলেও তা কমেনি।

আর বিকেলে নিউমার্কেট এলাকায় দেখা গেছে তীব্র যানজট। অপরদিকে বিজয় সরণী, কারওয়ান বাজার ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে যানবাহনের জট ছিল।

এছাড়া বিকেল চারটার পরও বনানী-মহাখালী সড়কে গাড়ির জট লক্ষ্য করা গেছে।

যাত্রীরা বলছেন, কোনো কোনো সড়কে যাত্রী তোলার জন্য বাসগুলো দাঁড়িয়ে থাকায় যানজট তৈরি হয়েছে।

বিমানবন্দর থেকে তেজগাঁও আসা গাড়িচালক রহমতুল্লাহ জানান, বিমানবন্দর থেকে মহাখালী আসতে তার আড়াই থেকে তিন ঘণ্টা সময় লেগেছে।

তেজগাঁওয়ে শাহজাহান নামের এক যাত্রী বলেন, আওয়ামী লীগের মিছিলকে কেন্দ্র করে বনানী-কাকলী থেকে মহাখালী বাস টার্মিনাল ও তেজগাঁও এলাকায় যানবাহনের প্রচণ্ড জট তৈরি হয়েছে।

এসএম/জেডএইচ/এএসএম