শাহজালালে বিমানের উড়োজাহাজে ইউএস-বাংলা’র ট্রলির ধাক্কা!
ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে ধাক্কা দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ট্রলি। এখন বিমানের ওই উড়োজাহাজটি মেরামত করতে হবে। ঘটনাটি তদন্ত করছে বিমান।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, গত শনিবার রাত ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে। তখন বিমানের একটি বোয়িং-৭৩৭ উড়োজাহাজ বে এরিয়াতে পার্কিংয়ে ছিল। তখন ইউএস-বাংলার একটি ট্রলি (মালামাল নেওয়ার গাড়ি) বিমানের বোয়িং-৭৩৭ কে ধাক্কা দেয়। এতে উড়োজাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। এখন ক্ষতিগ্রস্ত ওই উড়োজাহাজ মেরামত করার জন্য বোয়িং কোম্পানির অনুমতি চাওয়া হয়েছে। মেরামতে যে টাকা প্রয়োজন হবে, তা ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ বহন করবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মকর্তা জানান, ওই দিন বে এরিয়াতে আগে থেকে বিমানের ওই উড়োজাহাজটি পার্ক করা ছিল। এ সময় ওই উড়োজাহাজের সামনে দিয়ে ইউএস-বাংলার একটি ট্রলি যেতে থাকে। ট্রলির পেছনের দুটি অংশ ছুটে গিয়ে বিমানের উড়োজাহাজের সামনে ধাক্কা দেয়।
জানতে চাইলে মঙ্গলবার (৭ জুন) বিমানের মুখপাত্র ও মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জাগো নিউজকে বলেন, ওই উড়োজাহাজটি মেরামত করার জন্য বোয়িং কোম্পানিকে একটি চিঠি দেওয়া হয়েছে। বোয়িং কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পর উড়োজাহাজটি মেরামত করা হবে। কিন্তু বিমানটির কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা তিনি বলতে পারেননি।
এর আগে গত ১০ এপ্রিল বিমানবন্দরের হ্যাঙ্গারে বিমানের দুটি উড়োজাহাজের ধাক্কা লাগে। এতে দুটি উড়োজাহাজই ক্ষতিগ্রস্ত হয়। ওই ঘটনায় বিমানের মুখ্য প্রকৌশলীসহ পাঁচ কর্মকর্তাকে বরখাস্ত করে বিমান।
এমএমএ/এমএইচআর/এমএস