ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সীতাকুণ্ডে বিস্ফোরণে দগ্ধ খালেদের করোনা শনাক্ত, ঢামেকে ভর্তি

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ০১:১৩ এএম, ০৭ জুন ২০২২

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম ডিপোতে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ খালেদুর রহমানের (৫৮) করোনা শনাক্ত হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

সোমবার (৬ জুন) রাতে তাকে ঢামেক বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের কোভিড ওয়ার্ডে পাঠানো হয়েছে। তার শরীরের ১২ শতাংশ দগ্ধ।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইউব হোসেন জানান, চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম ডিপোতে বিস্ফোরণের ঘটনায় খালেদুর রহমানের শরীরের ১২ শতাংশ দগ্ধ হয়। তিনি শঙ্কামুক্ত নন। তবে খালেদের করোনা শনাক্ত হওয়ায় তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের কোভিড ওয়ার্ডে পাঠানো হয়েছে।

ঢামেক বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের ওয়ার্ড মাস্টার মো. বাবুল জানান, করোনা পজিটিভ হওয়ায় শেখ হাসিনা বার্ন থেকে খালেদুর রহমান নামের একজনকে আমাদের কোভিড ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

কাজী আল-আমিন/কেএসআর