ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সংসদের মুলতবি বৈঠক বসছে বিকেলে

প্রকাশিত: ০৭:৩৬ এএম, ২৪ জানুয়ারি ২০১৬

তিন দিন বিরতির পর আজ (বোরবার) বিকেল সাড়ে চারটায় শুরু হবে জাতীয় সংসদের মুলতবি বৈঠক। এর আগে বুধবার বিকেল পৌঁনে পাঁচটায় অধিবেশন শুরু হয়। এটি বছরের প্রথম অধিবেশন এবং চলমান সংসদের নবম অধিবেশন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ভাষণের পর রোববার পর্যন্ত অধিবেশনের কার্যক্রম মুলতবি করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এ অধিবেশেন চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত।
 
সংসদ সচিবালয় থেকে জানা যায়, বর্তমানে ১২টি বিল পাসের জন্য এবং ১৫টি বিল উত্থাপনের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য ও সাংসদদের বেতন-ভাতা বাড়ানোর বিল রয়েছে।

এই সংসদের যাত্রা শুরু হয়েছিল ২০১৪ সালের ২৯ জানুয়ারি। ২৮ জানুয়ারি এই সংসদের দুই বছর পূর্ণ হবে। চলতি সংসদে এ পর্যন্ত আটটি অধিবেশনের ১৬৮ কার্যদিবসে ৪৮টি বিল পাস হয়েছে।

এইচএস/আরএস/আরআইপি