ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আজিজের বাড়িতে প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০১:২১ পিএম, ২৩ জানুয়ারি ২০১৬

প্রয়াত ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের মরদেহ দেখতে তার বাড়িতে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকেলে পুরান ঢাকার বকশীবাজার এলাকাস্থ আজিজের বাড়িতে যান প্রধানমন্ত্রী।

এসময় প্রধানমন্ত্রী এম এ আজিজের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এরপর দোয়া কামনায় মোনাজাতে অংশ নিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান ।

প্রধানমন্ত্রী প্রয়াত এমএ আজিজের বিভিন্ন স্মৃতিচারণা করে তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। কয়েকজন মন্ত্রীসহ আওয়ামী লীগ ও সহযোগী বিভিন্ন সংগঠনের কেন্দ্রীয় নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন বলে জানা গেছে।

উল্লেখ্য, শনিবার দুপুরে মস্তিস্কে রক্তক্ষরণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন এম এ আজিজ।

এএসএস/এসকেডি/আরআইপি

আরও পড়ুন