আজকের ধাঁধা : ২৩ জানুয়ারি ২০১৬
ধাঁধা :
১. ‘এমন জিনিস কি আছে হেথায়,
না চাহিতে সবাই কিন্তু পায়।’
২. ‘এমন কি জিনিস
আছে এ ধরায়,
মুখে দিলে যায় না
না দিলেই যায়।’
৩. ‘এমন কি কথা আছে,
শুনলে রাগ হয়।
কোথাও কেউ খুঁজে পায়নি,
তবু শোনা যায়।’
৪. ‘এমন কি বস্তু ভাই তিন অক্ষরে হয়,
যা দিয়ে ধরাধম সদা পূর্ণ হয়।
আদি বর্ণ বিহনে খেলার বস্তু হয়,
শেষ বর্ণে আকারে সবাই মিষ্টি খায়।’
উত্তর :
১. মৃত্যু
২. টোনা বা ঠুসি
৩. ঘোড়ার ডিম
৪. বাতাস
এসইউ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ নিউ এইজ সম্পাদককে হয়রানি, ঘটনা তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
- ২ লেখাপড়ায় মনোযোগ দেন, প্রয়োজনে আবারও রাস্তায় নামবো
- ৩ ৩৭ বছর পর চট্টগ্রাম কমার্স কলেজে প্রকাশ্যে শিবির
- ৪ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে, ক্যাডার-ননক্যাডারে পদ ৩৭০১
- ৫ সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ, ওষুধে ব্যয় ২০ শতাংশ