ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আজকের এই দিনে : ২২ জানুয়ারি ২০১৬

প্রকাশিত: ০২:৪১ এএম, ২২ জানুয়ারি ২০১৬

১৫৬১ খ্রিস্টাব্দের এই দিনে ইংরেজ লেখক ও দার্শনিক ফ্রান্সিস বেকনের জন্ম।

১৬৬৬ খ্রিস্টাব্দের এই দিনে মোগল সম্রাট শাহজাহানের মৃত্যু।

১৭৬০ খ্রিস্টাব্দের এই দিনে ভারতে অধিকার নিয়ে ইংরেজ ও ফরাসিদের মধ্যে ওয়ান্ডিসে যুদ্ধ শুরু।

১৭৭১ খ্রিস্টাব্দের এই দিনে স্পেন ব্রিটেনের কাছে ফকল্যান্ড দ্বীপের অধিকার ছেড়ে দেয়।

১৭৮৮ খ্রিস্টাব্দের এই দিনে ইংরেজ কবি জর্জ বায়রনের জন্ম।

১৮৭৩ খ্রিস্টাব্দের এই দিনে আফ্রিকার জুলু যুদ্ধ শুরু হয়।

১৮৯৭ খ্রিস্টাব্দের এই দিনে কবি, গায়ক, সুরকার ও লেখক দিলীপ কুমার রায়ের জন্ম।

১৯০১ খ্রিস্টাব্দের এই দিনে ভারত সম্রাজ্ঞী এবং ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের রানী ভিক্টোরিয়ার মৃত্যু।

১৯০৫ খ্রিস্টাব্দের এই দিনে রাশিয়ার ঐতিহাসিক রক্তাক্ত ঘটনায় সেন্ট পিটার্সবুর্গে একলক্ষ বিশ হাজার শ্রমিক কর্মচারী শীতপ্রাসাদ অভিমুখে মিছিল করলে নির্বিচারেগুলি চালনায় বহু শ্রমিক নিহত হয়।

১৯৯১ খ্রিস্টাব্দের এই দিনে উপসাগরীয় যুদ্ধে ইরাক কুয়েতের আল ওয়াফবার তেল খনি জ্বালিয়ে দেয়।

এইচআর/পিআর