ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মন্ত্রণালয়ের প্রকল্প দ্রুত বাস্তবায়নের তাগিদ

প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ২১ জানুয়ারি ২০১৬

তথ্য মন্ত্রণালয়ের প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা করে দ্রুত ও দক্ষতার সঙ্গে বাস্তবায়নের তাগিদ দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে চলতি অর্থ বছরের উন্নয়ন প্রকল্পগুলোর মাসিক পর্যালোচনা সভায় তিনি এ তাগিদ দেন।   

জানা যায়, ২০১৫-১৬ অর্থবছরে তথ্য মন্ত্রণালয় সাতটি অনুমোদিত প্রকল্প বাস্তবায়ন করছে। মোট ১০২ কোটি ৭৪ লাখ টাকা বরাদ্দে বাস্তবায়নাধীন এ প্রকল্পগুলো হচ্ছে, ময়মনসিংহ ও গোপালগঞ্জে বাংলাদেশ বেতারের দু’টি দশ কিলোওয়াট এফএম কেন্দ্র স্থাপন, শাহবাগ থেকে আগারগাঁওয়ে বেতার সদর দফতর স্থানান্তর ও আধুনিকায়ন, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবন নির্মাণ, চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ডিজিটাইজেশন ও সম্প্রসারণ, শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রমের চতুর্থ পর্যায় বাস্তবায়ন, সাভারের কবিরপুরে ফিল্মসিটি ও ঢাকায় তথ্য ভবন নির্মাণ। তবে চলতি মাস পর্যন্ত গড়ে বরাদ্দের শতকরা ২৫ দশমিক ৬১ ভাগ অর্থ ব্যয়ে কাজ সম্পন্ন হয়েছে।

তথ্য সচিব মরতুজা আহমদের উপস্থিতিতে অতিরিক্ত সচিব (উন্নয়ন) এস এম হারুন-অর-রশীদের পরিচালনায় তথ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সংস্থা প্রধানগণ ও শাখার কর্মকর্তাবৃন্দ সভায় নিজ নিজ দায়িত্বাধীন চলমান প্রকল্পগুলোর অগ্রগতি উপস্থাপন করেন। তথ্য সচিব মরতুজা আহমদ প্রকল্পগুলোর পরিচালনা বিষয়ে বিশদ দিক-নির্দেশনা দেন।
 
সভায় বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, প্রধান তথ্য কর্মকর্তা তছির আহম্মদ, বিসিটিআই ও ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক কামরুন নাহার, প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক শাহ আলমগীর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক মো. লিয়াকত আলী খানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

এসএ/এসএইচএস/এএইচ/পিআর