পেনশন কার্ড হালনাগাদে ঘুস চাওয়ায় দুদকে অভিযোগ
ক্ষীরোদ মন্ডল নামে এক সরকারি কর্মচারীর পেনশন কার্ড হালনাগাদের জন্য এক হাজার টাকা ঘুস চেয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অফিস সহায়ক আল মামুন আল কাওসার। দুর্নীতি দমন কমিশনের ১০৬ হট লাইন নম্বরে এমন অভিযোগ আসে। অভিযোগের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ অ্যাকান্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক এনফোর্সমেন্ট ইউনিট। সোমবার (১৬ মে) সংস্থাটির সহকারী পরিচালক ফাতেমা সরকার ও সহকারী পরিচালক মোহাম্মদ নুর আলম সিদ্দিকীকের সমন্বয়ে গঠিত টিম এ অভিযান পরিচালনা করেন।
মঙ্গলবার (১৭ মে) দুদক জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।
অভিযানে অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে প্রাপ্ত রেকর্ডপত্র/তথ্যাদি পর্যালোচনায় দেখা যায়, দুদক হটলাইন ১০৬-এ অভিযোগকারী প্রকাশ চন্দ্র মন্ডলের বাবা ক্ষীরোদ মন্ডলের পেনশন কার্ড আপডেট না থাকা সত্ত্বেও তিনি মাসে চিকিৎসা ভাতা বাবদ ২৫০০ টাকা পেয়ে আসছিলেন। ক্ষীরোদের পেনশন কার্ড আপডেট না থাকায় তিনি মেডিকেল ভাতা পাওয়ার আইনগত সুযোগ নেই। তার পেনশন কার্ড আপডেটের পর তিনি চিকিৎসা ভাতা প্রাপ্ত হবেন। অভিযানকালে ঘুস চাওয়ার অভিযোগ ও সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত রেকর্ডপত্র তথ্য প্রমাণ যাচাই করে সুপারিশসহ কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে দুদক এনফোর্সমেন্ট টিম।
এসএম/আরএডি/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ তরুণদের দক্ষ করে তুলতে ফলমুখী সমবায়ী শিক্ষা প্রবর্তনের প্রস্তাব
- ২ বদিউল আলমের বক্তব্য প্রত্যাখ্যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
- ৩ মতিঝিলে রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
- ৪ দেশীয় ঐতিহ্য সংরক্ষণে ৫ লাখ ডলার অনুদান দেবে মার্কিন দূতাবাস
- ৫ আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়ে সংবাদ পরিবেশন করছে কিছু গণমাধ্যম