ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বিদেশগামীদের করোনার ভুয়া সনদ দেওয়া চক্রের ৭ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:২০ এএম, ১৫ মে ২০২২

করোনাভাইরাস পরীক্ষার সনদপত্র নিয়ে বিদেশগামী যাত্রীদের সঙ্গে প্রতারণার অভিযোগে রাজধানীর বনানীতে অভিযান চালিয়ে একটি চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। চক্রটি অতিরিক্ত টাকার বিনিময়ে করোনা টেস্টের ভুয়া সনদ দিতো বলে অভিযোগ রয়েছে।

শনিবার (১৪ মে) রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। তবে প্রাথমিকভাবে গ্রেফতারদের নাম জানায়নি র‍্যাব।

র‍্যাব-১-এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন রাতে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র বিদেশগামী যাত্রীদের করোনাভাইরাস পরীক্ষার সনদপত্র দেওয়া নিয়ে প্রতারণা করে আসছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বনানী এলাকায় অভিযান চালিয়ে এ চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

এ বিষয়ে রোববার (১৫ মে) র‍্যাব-১-এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

টিটি/এএএইচ