আসছে শৈত্য প্রবাহ বাড়বে শীত
ঢাকা, রংপুর, ঈশ্বরদীসহ দেশের বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টির ফলে সারাদেশে বেড়েছে শীতের তীব্রতা। বুধবার আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার থেকে শুরু হতে পারে শৈত্য প্রবাহ। এর ফলে জেঁকে বসবে শীত।
আবহাওয়া অফিস আরো জানায়, বুধবার রংপুরে ১৫, ইশ্বরদীতে ৫, ময়মনসিংহে ৯ মিলিমিটারসহ বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হয়েছে। বইছে ঠাণ্ডা বাতাস।
আবহাওয়া অধিদফতরের কর্মকর্তা বজলুর রশিদ জাগো নিউজকে বলেন, ‘দেশের বেশ কয়েকটি জেলাতে হালকা বৃষ্টি হচ্ছে। কিছু কিছু এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে। এ পরিস্থিতি আরো কিছু দিন থাকতে পারে। আগামীকাল (বৃহস্পতিবার) থেকে শৈত্য প্রবাহ শুরু হতে পারে। তবে আজকের এই আবহাওয়া মূলত পূবালী বাতাসের কারণে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা রয়েছে। সারাদেশের রাতের তাপমাত্রাও কমে যাচ্ছে। রাজধানীতে বুধবার বিকেলেও গুড়ি গুড়ি বৃষ্টি হতে দেখা গেছে। এর আগে সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘলা ছিল।
এসএ/এসএইচএস/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ চীনে প্রশিক্ষণ সম্পন্ন করা নাবিকদের সিডিসি ইস্যুতে অনিশ্চয়তা
- ২ বিআরটিএ চেয়ারম্যানের সঙ্গে টিআরইউবি সদস্যদের শুভেচ্ছা বিনিময়
- ৩ বায়ুদূষণ রোধে অভিযানে ২০ ইটভাটাকে কোটি টাকার বেশি জরিমানা
- ৪ তরুণীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন
- ৫ রেমিট্যান্স-দেশ পরিচালনায় ১০ শতাংশ প্রবাসী বাংলাদেশি নেওয়ার দাবি