ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

‘অনেক কষ্টে টাকা জমিয়েছি, ফেরত চাই’

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৫০ পিএম, ১১ মে ২০২২

রাজধানীর খিলগাঁওয়ে কথিত সমবায় সমিতির প্রায় ৩০ কোটি টাকা আত্মসাতের ঘটনায় পাওনা টাকার দাবিতে রামপুরা থানার সামনে জড়ো হয়েছেন কয়েক হাজার গ্রাহক। তাদের একটাই দাবি, জমাকৃত টাকা ফেরত চান তারা।

বুধবার (১১ মে) বিকেলে রামপুরা থানার সামনে গিয়ে দেখা যায়, পাওনা টাকার দাবিতে কয়েক হাজার গ্রাহক থানার বাইরে অবস্থান নিয়েছেন। এদের বেশিরভাগই নিম্নবিত্ত শ্রেণির বিভিন্ন বয়সী নারী।

এর আগে বুধবার সকালে খিলগাঁওয়ের তালতলা একালার গ্রিন বার্ড মাল্টিপারপাস কো-অপারেটিভ নামের একটি সমবায় সমিতির বিরুদ্ধে প্রায় ৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। প্রতিষ্ঠানটি প্রায় পাঁচ হাজার গ্রাহকের কাছ থেকে এ টাকা হাতিয়ে নিয়েছে, যাদের বেশিরভাগই বিভিন্ন বয়সী নারী। এদের মধ্যে কেউ গার্মেন্টেসে, কেউবা বাসাবাড়িতে কাজ করে টাকা জমা রেখেছেন।

ভুক্তভোগীদের মধ্যে বেশ কয়েকজনের সঙ্গে কথা হয় জাগো নিউজের।

jagonews24

ফাহিমা বেগম নামে এক গার্মেন্টসকর্মী জাগো নিউজকে বলেন, আমি সোবহানবাগ থাকি। আমার পাঁচটা অ্যাকাউন্টে মোট চার লাখ টাকা জমা আছে। খুব কষ্ট করে টাকা জমিয়েছি। কয়েক মাস ইন্টারেস্টও (মুনাফা) পাইছি। আমার এখন আর লাভের দরকার নেই। আমি আমার জমানো টাকা ফেরত চাই।

জোৎসনা বেগম নামের আরেক নারী বলেন, আমি মেরাদিয়া হাটে থাকি। প্রতি মাসে এক লাখে এক হাজার ৮০০ টাকা করে ইন্টারেস্ট দিবে বলছিল। আমি দুই লাখ টাকা এককালীন জমা রাখছি। এর মাঝখানে মাত্র দুবার এক হাজার ৮০০ টাকা করে ইন্টারেস্ট পেয়েছি।

কীভাবে টাকা জমিয়েছেন জানতে চাইলে কেঁদে ফেলেন জোৎসনা। বলেন, ২০০২ সালে ঢাকা এসেছি। তখন থেকেই বাসাবাড়িতে কাজ করে টাকা জমিয়েছি। সব টাকা এককালীন এই কোম্পানিতে জমা রেখেছি। আমি আর লাভ চাই না। আমি (মূল) টাকা ফেরত চাই।

জানা গেছে, এককালীন টাকা জমা রাখলে প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ লভ্যাংশ পান গ্রাহকরা। সেই আশায় অনেকেই নিজের জমানো আয়ের টাকা এককালীন হিসেবে জমা রাখেন কথিত এই সমিতিতে। অনেকে আবার বছরের পর বছর লভ্যাংশও পেয়েছেন। এতে বিশ্বাস তৈরি হলে আরও বেশি টাকা জমা রাখেন তারা।

এমআইএস/এমপি/এএসএম