এবার ব্যাংক এশিয়ার কর্মচারীকে পেটালো পুলিশ
রাজধানীর পল্টনে শিকড় পরিবহনে আইয়ুব নামে ব্যাংক এশিয়ার এক কর্মচারীকে মারধর করেছে পুলিশ। বুধবার দুপুর দেড়টার দিকে সচিবালয়ের পেছনে মেহেরবা প্লাজার সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর অভিযুক্ত পুলিশ কনেস্টবল মাহবুবকে গাড়িতেই আটকে রাখে গাড়ির যাত্রীসহ পথচারীরা।
প্রত্যক্ষদর্শী ও বেশ কয়েকজন যাত্রী জানায়, শিকড় পরিবহনের গাড়ির হেলপারের সঙ্গে এক যাত্রীর ভাড়া নিয়ে বাকবিতণ্ডা চলছিল। এসময় ব্যাংক কর্মচারী আইয়ুব বিষয়টি সমাধানের চেষ্টা চালায়। ওই সময় যানজটের কারণে গাড়িটি সেখানে দাঁড়ানো ছিল।
এমন সময় পুলিশ কনেস্টবল মাহবুব গাড়ি উঠেই ব্যাংক কর্মচারী আইয়ুবকে মারধর শুরু করে। এতে আইয়ুবের নাক ফেটে রক্ত বের হয় যায়। পুলিশ কনেস্টবলের এই কাণ্ড দেখে ক্ষিপ্ত হয়ে উঠে গাড়িতে থাকা অন্য যাত্রীরা। এরপর তাকে (মাহবুব) পথচারীসহ গাড়ির যাত্রীরা টেনে গাড়িতে তোলে।
এ ঘটনার কিছুক্ষণের মধ্যে সেখানে হাজির হয় এসআই হারুন। তার উপস্থিতির পর পরিস্থিতি আরো বেসামাল হয়ে পড়ে। এক পর্যায়ে সাধারণ যাত্রীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। এসময় গাড়িটির সামনের গ্লাস ভাঙচুর করে পথচারীরা। এক পর্যায়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও ব্যাংকের কর্মকর্তারা এলে বিষয়টির সুরাহা হয়।
যাত্রীরা জানায়, ভাড়া নিয়ে হেলপারের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে এ ঘটনা ঘটেছে।
এমএএস/জেডএইচ/পিআর/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ মশা নিয়ন্ত্রণে ৫৩০ শিক্ষাপ্রতিষ্ঠানে ডিএসসিসির চিরুনি অভিযান
- ২ শাহজালাল বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
- ৩ বান্দরবানে কেএনএ’র বিরুদ্ধে সেনা অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার
- ৪ জুলাই বিপ্লবের ১০০তম দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি
- ৫ দেশে ফিরে অভিবাসী কর্মীদের লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা