ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

নারী নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির সুপারিশ

প্রকাশিত: ১১:১২ এএম, ১৯ জানুয়ারি ২০১৬

নারী নির্যাতন প্রতিরোধে জনসচেতনা বৃদ্ধির সুপারিশ করেছে সংসদীয় কমিটি । এজন্য শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে পাঠ্যপুস্তুকের পেছনে ‘জাতীয় টোল ফ্রি হেল্প লাইন ১০৯২১’ অর্ন্তভুক্ত করার সুপারিশ করেছে  মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
 
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ২০তম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি রেবেকা মমিনের সভাপতিত্বে কমিটির সদস্য মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ, মোছা. মাহবুব আরা বেগম গিনি, নাসরিন জাহান রত্না, মনোয়ারা বেগম ও রিফাত আমিন বৈঠকে অংশ নেন।
 
বৈঠকে পারিবারিক সহিংসতা রোধে মন্ত্রণালয় ও অধীনস্থ কার্যালয়ের গৃহীত কার্যক্রম, অগ্রগতি ও সমস্যা এবং মহিলা বিষয়ক অধিদফতরাধীন কার্যালয়ের মাধ্যমে সারাদেশে ২০১৫ সালে বাল্যবিবাহ রোধ সম্পর্কে আলোচনা হয়।
 
বৈঠকে শিশু একাডেমির কার্যক্রম পর্যবেক্ষণের লক্ষ্যে সংসদীয় কমিটি কর্তৃক কুমিল্লা শিশু একাডেমি পরিদর্শনের সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগমসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট  কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এইচএস/এসকেডি/আরআইপি