ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

চট্টগ্রামে পাকিস্তানি নাগরিকসহ আটক পাঁচজন রিমান্ডে

প্রকাশিত: ০১:২০ পিএম, ২৪ নভেম্বর ২০১৪

চট্টগ্রামে জঙ্গি সন্দেহে পাকিস্তানি নাগরিকসহ গ্রেফতার পাঁচ জনকে পাঁচ দিনের রিমান্ডে নেয়ার অনুমতি পেয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম আহমেদ সাঈদের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
 
বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও আঞ্চলিক অখণ্ডতা বিনষ্ট করতে নাশকতা সৃষ্টির ব্যাপক পরিকল্পনার অভিযোগ এনে সোমবার দুপুরে তাদেরকে চট্টগ্রাম মহানগর হাকিম আহমেদ সাঈদের আদালতে তোলা হয়। শুনানি শেষে আদালত তাদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
 
এর আগে রোববার দুপুরে নগরীর জিইসি মোড় এলাকার `হোটেল লর্ডস ইন` থেকে পাকিস্তানি নাগরিক মোহাম্মদ আলম ইয়াছিনসহ পাঁচ জনকে জঙ্গি সন্দেহে আটক করে নগর গোয়েন্দা পুলিশ।

আটককৃত বাকিরা হলেন- মোহাম্মদ আমিন, আব্দুল মজিদ, ছালামত উল্লাহ এবং শফিউল্লাহ।
 
পাকিস্তানি নাগরিক মোহাম্মদ আলম ইয়াছিন `গ্লোবাল রোহিঙ্গা সেন্টার` নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ভাইস প্রেসিডেন্ট বলে দাবি করেছে পুলিশ।