উদ্যোক্তাবান্ধব ই-কমার্স ইকোসিস্টেম তৈরিতে নতুন উদ্যোগ
করোনার মধ্যে অভাবনীয় প্রবৃদ্ধি হয়েছে দেশের ই-কমার্স খাতে। পাশাপাশি কিছু প্রতিষ্ঠানের বিতর্কিত কর্মকাণ্ডে তৈরি হয়েছে আস্থার সংকট। তবে উদ্যোক্তাবান্ধব ই-কমার্স ইকোসিস্টেম তৈরিতে এ খাতের শতাধিক উদ্যোক্তা একত্রিত হয়েছেন। তাদের নতুন উদ্যোগের নাম ‘দ্য চেঞ্জ মেকারস’।
নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে ১৮ জুন অনুষ্ঠেয় ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) নির্বাচনে প্ল্যাটফর্মের মনোনীত সদস্যরা অংশ নেবেন। তবে কোন প্যানেল থেকে তারা নির্বাচন করবেন বা তাদের ইশতেহার কী হবে তা এখনো নির্ধারণ হয়নি।
‘দ্য চেঞ্জ মেকারস’ প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত ই-কুরিয়ারের প্রধান নির্বাহী বিপ্লব ঘোষ রাহুল জাগো নিউজকে বলেন, এ খাতে উদ্যোক্তাবান্ধব নেতৃত্বের অভাব রয়েছে। রেগুলেশন, নীতিমালা সবই আছে- কিন্তু উদ্যোক্তাবান্ধব ই-কমার্স ইকোসিস্টেম করতে যে ধরনের উদ্যোগ বা নেতৃত্ব দরকার সেটা ঘাটতি আছে। এসব বিবেচনা করে আমাদের আসা।
এ খাতের আরেক উদ্যোক্তা আদনান ইমতিয়াজ হালিম বলেন, ক্রেতাদের মধ্যে বিশ্বাসযোগ্যতা বাড়ানো আমাদের প্রধান কাজ হবে। একই সঙ্গে সরকারের এ সংক্রান্ত নীতিমালা বাস্তবায়নে আমরা কাজ করতে চাই। এক্ষেত্রে সঠিক নির্দেশিকা দিয়ে বাস্তবসম্পন্ন নীতিমালা তৈরিতে কাজ করতে চাই আমরা।
এসএম/কেএসআর/এমএস