ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

‘নগরে পুষ্টি কার্যক্রমে সমন্বয় জরুরি’

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:৪৫ এএম, ২৬ এপ্রিল ২০২২

সরকারি ও বেসরকারি সংস্থা নগরে বস্তিতে পুষ্টি ও স্বাস্থ্য কার্যক্রম পরিচালনা করছে যা মাতৃ ও শিশু স্বাস্থ্যের উন্নয়নে ভূমিকা রাখছে। গর্ভবতী মায়ের যত্ন, প্রসবকালীন সেবা, মাতৃদুগ্ধ পান এবং শিশুর যত্ন এসব ক্ষেত্রে গত দেড় দশকে ধারাবাহিক উন্নতি লক্ষ্য করা যায়। তবে সবার মধ্যে পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সহায়ক পরিবেশ তৈরি করা প্রয়োজন।

গ্রামে পুষ্টিবিষয়ক কার্যক্রম পরিচালনার জন্য সমন্বিত উদ্যোগ লক্ষ্য করা গেলেও নগরে এর ঘাটতি রয়েছে। পুষ্টিমান বজায় রাখতে পুষ্টিকর খাবার গ্রহণের পাশাপাশি স্বাস্থ্যসম্মত জীবনাচার এবং খাদ্যাভ্যাসের উপরও গুরুত্বারোপ করতে হবে। এজন্য সংশ্লিষ্ট সংস্থাসমূহের মধ্যে সমন্বয়ের মাধ্যমে একটি কর্মপরিকল্পনা তৈরি, বাজেট বরাদ্দ এবং কার্যক্রম বাস্তবায়ন জরুরি।

সোমবার (২৫ এপ্রিল) ঢাকা উত্তর সিটি করপোরেশন মিলনায়তনে বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ কর্তৃক ‌‘আরবান নিউট্রিশন: ইমার্জিং ইস্যুজ’ শিরোনামে একটি সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

বাংলাদেশ সরকার, এফসিডিও এবং ইউএনডিপি’র সহযোগিতায় স্থানীয় সরকারের অধীনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে বাস্তবায়িত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প, গেইন এবং ব্র্যাকের সহযোগিতায় ওই সেমিনার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা বলেন, বাংলাদেশ উন্নয়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সেই মোতাবেক এগিয়ে যাচ্ছে। এই আয়োজনে একটি সক্ষম জাতি গঠনে সমাজের সব স্তরে সবার জন্য পুষ্টি নিশ্চিত করতে হবে। বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এবং মাছ, মাংস, চাল, সবজিসহ অনেক ক্ষেত্রে বিশ্বে দেশগুলোর মধ্যে বাংলাদেশ উল্লেখযোগ্য স্থানে অবস্থান করছে।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের ভারপ্রাপ্ত মহাপরিচালক জুবাইদা নাসরীন বলেন, গ্রামাঞ্চলে পুষ্টি কার্যক্রম পরিচালনার জন্য সমন্বিত ব্যবস্থা চালু থাকলেও নগরে এর অভাব পরিলক্ষিত হয়ে থাকে। এজন্য নগরে পুষ্টি কার্যক্রম পরিচালনার সঙ্গে জড়িত সব সরকারি ও বেসরকারি সংস্থার মধ্যে সমন্বয় ঘটাতে হবে।

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের অতিরিক্ত মহাপরিচালক ডা. আহমেদুল কবির এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার মো. জোবাইদুর রহমান।

সেমিনারে বিএনএনসি, এনএনসি, ইউএনডিপি, গেইন এবং ব্র্যাকের প্রতিনিধিরা বাংলাদেশ তথা নগরে পুষ্টি কার্যক্রম বিষয়ক উপস্থাপনা তুলে ধরেন।

এমএমএ/এমএইচআর