ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

শাহজালালে ২২০ কার্টন বিদেশি সিগারেট জব্দ

প্রকাশিত: ১০:৫৭ এএম, ২৪ নভেম্বর ২০১৪

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২২০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। সোমবার ভোর ৫ টার দিকে মুহাম্মদ ইসমাইল নামে পাকিস্তানের এক নাগরিকের কাছ থেকে এসব সিগারেট জব্দ করা হয়।

ইজি স্পেশাল গোল্ড ব্র্যান্ডের এসব সিগারেটের মূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা হবে বলে জানিয়েছে শুল্ক বিভাগ।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক মুস্তাফিজুর রহমান জানান, করাচি থেকে দোহা হয়ে কাতার এয়ারলাইনসে করে ভোরে ঢাকায় আসেন ইসমাইল। ‘ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’ বাক্যটি মোড়কে উল্লেখ না থাকায় আমদানি-নিষিদ্ধ পণ্য হওয়ায় সিগারেটের কার্টনগুলো জব্দ করা হয়েছে।

কার্টনগুলো শুল্ক গুদামে জমা করে বিভাগীয় মামলা করা হয়েছে বলেও জানান উপপরিচালক।