ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রাব্বীর ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা

প্রকাশিত: ০৮:১৩ এএম, ১৭ জানুয়ারি ২০১৬

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা ও সাবেক গণমাধ্যমকর্মী গোলাম রাব্বীকে পুলিশি নির্যাতনের ঘটনায় তদন্ত প্রতিবেদন তেজগাঁও জোনের উপ-কমিশনারের কার্যালয়ে জমা দিয়েছে পুলিশ।

রোববার দুপুরে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার।

বিপ্লব কুমার সরকার বলেন, ‘আমি এখনো অফিসে যাইনি। তবে প্রতিবেদনটি সকালে আমার কার্যালয়ে এসেছে বলে শুনেছি। বিকেলের মধ্যেই প্রতিবেদনটি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয়ে জমা দেয়া হবে।’

এর আগে গত ৯ই জানুয়ারি রাতে রাজধানীর মোহাম্মদপুরে পুলিশ উপ-পদির্শক (এসআই) মাসুদ রানাসহ তিন পুলিশ সদস্য গোলাম রাব্বীকে বেধড়ক মারধর, হয়রানি ও ক্রসফায়ারের হুমকি দিয়ে মোটা অঙ্কের টাকা আদায়ের চেষ্টা করে। এ ঘটনায় শনিবার এসআই মাসুদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার এক সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান ও ডিএমপির মুখপাত্র মনিরুল ইসলাম বলেন, নির্যাতনের ঘটনা তদন্তের পর যদি সিনিয়র কারো সংশ্লিষ্টতা পাওয়া যায় তবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

এআর/জেডএইচ/এমএস

আরও পড়ুন