রমনা বটমূলে শুরু হলো বর্ষবরণ উৎসব
করোনা মহামারির কারণে গত দুই বছর বন্ধ থাকার পর এবার রমনার বটমূলে শুরু হলো বর্ষবরণ উৎসব। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ৬টার পর যন্ত্রবাদন দিয়ে এবারের অনুষ্ঠান শুরু হয়। এরপর সম্মিলিত কণ্ঠে ছায়ানটের শিল্পীরা রবীন্দ্রসংগীত ‘মন, জাগ মঙ্গললোকে’ গানের মধ্য দিয়ে নতুন বঙ্গাব্দ ১৪২৯–কে স্বাগত জানান।
ছায়ানটের ৮৫ জন শিল্পী বর্ষবরণ উৎসবে অংশ নেন। এ সময় মঞ্চের সামনে বসে কয়েকশ মানুষকে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে দেখা যায়।
অনুষ্ঠান দেখতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনি কিশোর রায় জাগো নিউজকে বলেন, আগে কখনো আসিনি। এবারই প্রথম আসলাম। প্রথমবার সরাসরি এ অনুষ্ঠান দেখে ভালো লাগছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী সায়মান হোসাইন সাইফ জাগো নিউজকে বলেন, এবারের আয়োজনটা ভিন্ন রকম মনে হচ্ছে। অনেক নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে রোজার মধ্যে হওয়ায় এবার পান্থা ইলিশটা থাকছে না। ফলে পহেলা বৈশাখের যে আমেজটি সেটা একটু ভিন্নই হচ্ছে।
এদিকে, অনুষ্ঠানে পঞ্চকবির গান ছাড়াও থাকছে লোকগান, ব্রতচারীদের একটি গান ‘বাংলা ভূমির প্রেমে আমার প্রাণ হইল পাগল’। লোকগানের মধ্যে থাকছে ‘নাও ছাইড়া দে মাঝি, পাল উড়াইয়া দে’।
আরএসএম/আরএডি