ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রাব্বীর অভিযোগ শুনলেন তদন্ত টিম

প্রকাশিত: ০৬:৪০ পিএম, ১৬ জানুয়ারি ২০১৬

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বীর কাছ থেকে নির্যাতনের বিবরণ শুনলেন পুলিশ সদর দফতর কর্তৃক গঠিত তদন্ত টিম। শনিবার রাতে অতিরিক্ত ডিআইজি ব্যারিস্টার হারুন-অর রশিদের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত দল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। রাব্বী বেডে শুয়ে অভিযোগ বললে তা লিখে নিয়ে নেন তারা।

রাব্বীর বন্ধু নূরে আলম জাগো নিউজকে বলেন, ‘শনিবার রাত সোয়া ৮টার দিকে অতিরিক্ত ডিআইজি ব্যারিস্টার হারুন-অর রশিদের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত দল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। তারা রাব্বীর বেডের পাশে বসেন। এসময় আমি পাশেই বসে ছিলাম।’

তিনি রাব্বীর চিকিৎসা ও শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। মাথায় হাত দিয়ে আশ্বস্ত করেন, ‘নিরপেক্ষ তদন্ত হচ্ছে। দোষী সাব্যস্ত হলে শাস্তি পাবে ওই অভিযুক্ত এসআই।’

‘হারুন-অর রশিদ সেই রাতের ঘটনা সম্পর্কে জানতে চাইলে রাব্বী মৃদুস্বরে বলতে থাকেন। আর তিনি নোট করতে থাকেন। প্রায় আধা ঘণ্টা অবস্থান করার পর তিনি এ স্থান ত্যাগ করেন’ জানান নূরে আলম।

যাওয়ার সময় সাংবাদিকরা কথা বলতে চাইলে তিনি বলেন, “আমি বিষয়টি তদন্ত করছি। তদন্তকারী কর্মকর্তা হিসেবে আমার কথা বলা মোটেও সমীচীন নয়। আমি এসেছিলাম রাব্বীর জবানবন্দি নিতে। তার বক্তব্য নোট করা হয়েছে। এতোটুকু বলতে পারি।”

এর আগে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক গোলাম রাব্বী ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সুপারভাইজার বিকাশ চন্দ্র দাসকে নির্যাতনের ঘটনা খতিয়ে দেখতে তিন সদস্যে কমিটি গঠন করে পুলিশ।

উল্লেখ্য, গত ৯ জানুয়ারি (শনিবার) রাতে রাজধানীর মোহাম্মদপুর বিহারী ক্যাম্প এলাকা থেকে আটকের পর বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বীকে মারধর ও হয়রানি করা হয়। পরদিন মোহাম্মদপুর থানায় গোলাম রাব্বী ওই ঘটনার সঙ্গে জড়িত এসআই মাসুদ রানাসহ তিন পুলিশ সদস্য বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের করার পর প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়ায় এসআই মাসুদ রানাকে প্রত্যাহার করা হয়।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সুপারভাইজার বিকাশ চন্দ্র দাসকে (৪০) পুলিশি নির্যাতনের অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে যাত্রাবাড়ী থানা পুলিশের এক সদস্য তাকে পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত বিকাশকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরে ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।

দুই ঘটনাতেই এসআই মাসুদ শিকদার ও এসই্ আরশাদ আলম আকাশকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হাসান সরদার।

জেইউ/বিএ

আরও পড়ুন