ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পেশাজীবীদের উন্নয়নে অবদানের জন্য পুরস্কৃত হলেন ড. ফিরোজ আহমেদ

প্রকাশিত: ০৯:০৪ এএম, ১৬ জানুয়ারি ২০১৬

পেশাজীবীদের উন্নয়নে বিশেষ অবদানের জন্য নেলসন ম্যান্ডেলা পুরস্কার পেয়েছেন আন্তর্জাতিক উদরাময গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) এর সহযোগী বিজ্ঞানী ড. ফিরোজ আহমেদ। শুক্রবার রাজধানীর জাতীয় মহিলা সংস্থা মিলনায়তনে স্বদেশ বাংলা সাংস্কৃতিক ফাউন্ডেশন এর উদ্যোগে রূপকল্প ২০২১ অর্জনের লক্ষ্যে বাংলাদেশের উন্নয়নে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তার হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে “বঙ্গবন্ধুর কর্মময় জীবন” শীর্ষক  এক আলোচনা সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক, বাবু সতীষ চন্দ্র রায়, শিরীন আক্তার মঞ্জুসহ মহানগর আওয়ামী লীগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠানের পরবর্তী অংশে বিতরণ করা হয়।

পেশাজীবীদের উন্নয়নে বিশেষ অবদানের জন্য ড. ফিরোজ আহমেদকে নেলসন ম্যান্ডেলা অ্যাওয়ার্ড-২০১৫ প্রদান করা হয়। এই প্রসঙ্গে ড. ফিরোজ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন সময়কাল থেকেই তিনি পেশাজীবীদের উন্নয়নে বিভিন্ন বিষয়ে কাজ করে চলেছেন। এই ধরনের স্বীকৃতি মানুষের জন্য কাজ করার আরও বেশি অনুপ্রেরণা যোগাবে।

উল্লেখ্য, ড. ফিরোজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগে অধ্যায়নকালে ১৯৮২ প্রণীত ওষুধ নীতির বৈষম্যমূলক ১৩(১) ধারা সংশোধনের জন্য তীব্র আন্দোলন গড়ে তোলেন। দীর্ঘদিন আন্দোলনের পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে ঐ সমস্যার সমাধান হয়। ড. ফিরোজ আইসিডিডিআরবি’র কর্মী মঙ্গল সংস্থার কার্যনির্বাহী কমিটির তিনবারের নির্বাচিত সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। তার যোগ্য নেতৃত্বে আইসিডিডিআরবি’র কর্মকর্তা-কর্মচারীদের মৌলিক মানবাধিকারের বিভিন্ন বিষয়ে এখন আন্দোলন চলছে।  

চুয়াডাঙ্গা জেলার অন্তর্গত সীমান্ত শহর দর্শনা কলেজ পাড়া নিবাসী মৃত আলী হোসেন এর তৃতীয় সন্তান ড. ফিরোজ আহাম্মেদ লিটন। পেশাজীবীদের পাশাপাশি এলাকার মানুষের উন্নয়নে তিনি বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রমের সাথে যুক্ত আছেন।

এমইউ/এআরএস/পিআর