ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ইজতেমা এলাকা বিদ্যুৎহীন এক ঘণ্টা

প্রকাশিত: ০৭:৪২ এএম, ১৫ জানুয়ারি ২০১৬

বিশ্ব ইজতেমা এলাকায় প্রায় এক ঘণ্টা বিদ্যুৎ ছিল না। শুক্রবার সকাল সোয়া ৮টা থেকে ৯টা ১০ মিনিট পর্যন্ত ইজতেমা এলাকায় বিদুৎ ছিল না। এতে সিসিটিভিসহ বিদ্যুৎচালিত মনিটরিং কাজ সাময়িক বিঘ্নিত হয় বলে জানা গেছে।

বিশ্ব ইজতেমার পরিচালনা কমিটির মুরুব্বী প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন জাগো নিউজকে জানান, ইজতেমা ময়দানের ভেতরে বিশেষ ব্যবস্থায় বিদ্যুৎ সচল ছিল। এতে সমস্যা হয়নি।

গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ জাগো নিউজকে জানান, সিসি টিভি পরিচালনার ক্ষেত্রে সাময়িক বিঘ্নিত হলেও নিরাপত্তার কাজে কোনো সমস্যা হয়নি। প্রত্যেকটি জায়গায় পোশাকে ও সাদা পোশাকে আমাদের পুলিশ নিয়োজিত রয়েছে।

ইজতেমাস্থলে বিদ্যুৎ বিভাগের কন্ট্রোলরুমে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রকৌশলী মো. কামরুজ্জামানকে বিদ্যুৎহীনতার কারণ জানতে চাইলে তিনি ফোন কেটে দেন।
                    
মো. আমিনুল ইসলাম/এমজেড/আরআইপি