ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

তেজগাঁওয়ের তেলবাহী গাড়ির আগুন নিয়ন্ত্রনে

প্রকাশিত: ০২:৪৯ পিএম, ২৩ নভেম্বর ২০১৪

রাজধানীর তেজগাঁওয়ে সাতরাস্তা মোড়ের পেট্রোলপাম্পে রাখা তেলবাহী গাড়িতে লাগা আগুন নিয়ন্ত্রনে এসেছে। রোববার সন্ধ্যায় ৭টার দিকে তিব্বত মোড়ের কাছে সততা পাম্পের সামনে অকটেনবাহী ট্যাংকারে আগুন লাগার ঘটনা ঘটে। পরে দমকল বাহিনীর ৭টি ইউনিট রাত ৮টায় দিকে আগুন নিয়ন্ত্রনে আনে।

দমকল বাহিনীর নিয়্ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এম ও ফরহাদ জানান, সন্ধ্যা ৭টার দিকে তেজগাঁওর সাতরাস্তা মোড়ের পেট্রোলপাম্পে তেলবাহী গাড়িতে আগুন লাগে। এরপর তা চারদিকে ছড়িয়ে পড়ে।

এদিকে অগ্নিকাণ্ডের জন্য মগবাজারগামী ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ক্ষতিগ্রস্ত হওয়ায় আশঙ্কায় আসেপাশের এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়া হয়।

ট্যাংকারের আগুন নিয়ন্ত্রনে আসলেও অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি পরিমাণ এবং অগ্নিকাণ্ডে কানণ জানা যায়নি।