ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পুলিশকে আরও পরিশ্রমী হওয়ার নির্দেশ ডিএমপির

প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ১৪ জানুয়ারি ২০১৬

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও সার্বিক নজরদারি বাড়াতে পুলিশকে আরও পরিশ্রমী হওয়ার নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার ‍সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ডিএমপি সদর দফতরে আয়োজিত মাসিক ক্রাইম কনফারেন্সে এ নির্দেশ দেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। একই সঙ্গে তিনি প্রত্যেক থানার বিট পুলিশকে আরও শক্তিশালী করতেও নির্দেশ দিয়েছেন। ডিএমপি সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মারুফ হোসেন সরকার বলেন, রাজধানীর আইনশৃঙ্খা পরিস্থিতি ও বিভিন্ন মামলার তদন্তে গতি নিয়ে তিনি (কমিশনার) সন্তোষ প্রকাশ করেছেন। তবে চাঞ্চল্যকর সব মামলার তদন্ত কাজ দ্রুত শেষ করতে নির্দেশ দিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে আরও পরিশ্রমী ও জনবান্ধব হওয়ার নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার। এছাড়া প্রত্যেকটি থানাকে প্রয়োজন অনুযায়ী বিটে ভাগ করে নজরদারি বাড়াতে বলেছেন।

উল্লেখ্য, প্রতি মাসেই ডিএমপির প্রত্যেকটি বিভাগের ডিসি, এডিসি, এসি, থানার ওসি ও ইন্সপেক্টরদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এবারের ক্রাইম কনফারেন্সে ডিসেম্বর মাসের শ্রেষ্ঠ ডিসি হিসেবে পুরস্কৃত হয়েছেন তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার ও একই বিভাগের সহকারী কমিশনার (এসি) সত্যকী কবিরাজ ঝুলন। এছাড়া ওয়ারি বিভাগের গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মিজানুর রহমান এবং ইন্সপেক্টর তদন্ত গুলশান শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন।

জেইউ/এএইচ/আরআইপি