বিচার কার কাছে চাইবো: প্রীতির বাবা
‘বিচার কার কাছে দেবো, বিচার করার মালিক একজন আল্লাহ। এখন বিশ্বে তো কোনো বিচার নেই। বিচার বলতে কিছু আছে? কোনো দেশেই ভালো বিচার নেই। বিচার করার মালিক একমাত্র আল্লাহ’— কথাগুলো বলছিলেন রাজধানীর শাহজাহানপুরের আমতলা মসজিদ এলাকায় দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে নিহত কলেজছাত্রী সামিয়া আফরান জামাল প্রীতির (১৯) বাবা জামাল উদ্দিন।
শুক্রবার (২৫ মার্চ) দুপুর ২টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গের সামনে জাগো নিউজকে এ কথা বলেন জামাল উদ্দিন।
জামাল উদ্দিন বলেন, আমার মেয়ের সঙ্গে যা ঘটেছে তা অনিচ্ছাকৃত। টার্গেট ছিল একজন, দুইজন মারা গেছেন। আল্লাহ মরণ হয়তো এভাবেই লিখে ছিলেন। কোনো বাবা-মা’ই সন্তানের এভাবে মৃত্যু চায় না। এটা সহ্য করার মতো না। কী করবো বলেন।
প্রীতির বাবা বলেন, বিচার চাইয়া লাভ নেই। নিরীহ মানুষ আমরা। সাধারণ জীবন-যাপন করি। আমরা মুক্তিযোদ্ধার পরিবার। ভালো থাকার চেষ্টা করি। বিচার চাওয়ার কিছু নেই। যার কাছে চাওয়ার, তার কাছেই চাইতে হয়। মানুষের কাছে কি চাইবো। আল্লাহ যেন মানুষকে হেদায়েত দেন, শান্তি দেন।
প্রীতির ময়নাতদন্ত শেষে রাজধানীর মালিবাগে নিজ বাসায় নিয়ে যাবেন বলে জানান জামাল উদ্দিন। সেখানে সন্ধ্যায় জানাজা শেষে শাহজাহানপুর কবরস্থানে দাফন করা হবে।
এরআগে বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানীর শাহজাহানপুরে ইসলামিয়া হাসপাতালের সামনে দুর্বৃত্তের গুলিতে নিহত হন রাজধানীর মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান জামাল প্রীতি (২২)। আহত হয়েছেন আরও একজন।
আরএসএম/এমএএইচ/এএসএম
টাইমলাইন
- ০৮:৩২ এএম, ০৫ এপ্রিল ২০২২ টিপু হত্যা: শুটার মাসুমের মোটরসাইকেলচালক শামীম নজরদারিতে
- ০২:৪৬ পিএম, ২৭ মার্চ ২০২২ মামলা থেকে ‘অব্যাহতির আশ্বাসে’ টিপুকে হত্যার কন্ট্রাক্ট নেন মাসুম
- ০২:২৩ পিএম, ২৭ মার্চ ২০২২ টিপু-প্রীতিকে হত্যার পর সীমান্ত পাড়ি দিতে চেয়েছিলেন মাসুম
- ০২:১০ পিএম, ২৭ মার্চ ২০২২ টিপু-প্রীতি হত্যার ৪৮ ঘণ্টা পর মূল শুটার মাসুম গ্রেফতার
- ১২:০৭ পিএম, ২৭ মার্চ ২০২২ আওয়ামী লীগ নেতা টিপু হত্যা: শুটার গ্রেফতার
- ০৪:৩৯ পিএম, ২৬ মার্চ ২০২২ টিপু হত্যাকাণ্ড: শিগগির ‘ভালো খবর’ জানাবে ডিবি
- ০৭:৩৪ পিএম, ২৫ মার্চ ২০২২ টিপু-প্রীতির খুনিরা রেহাই পাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
- ০৫:১৭ পিএম, ২৫ মার্চ ২০২২ মতিঝিলে টিপুর জানাজা সম্পন্ন, অংশ নিলেন মেয়র তাপস
- ০৪:৪১ পিএম, ২৫ মার্চ ২০২২ টিপু হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৩ মে
- ০৪:৩৮ পিএম, ২৫ মার্চ ২০২২ ২০ সেকেন্ডে ১২ রাউন্ড গুলি ছোড়ে খুনি, টিপুর শরীরেই লাগে ১০টি
- ০৩:৫৮ পিএম, ২৫ মার্চ ২০২২ বিচার কার কাছে চাইবো: প্রীতির বাবা
- ০২:৪০ পিএম, ২৫ মার্চ ২০২২ কলেজছাত্রী প্রীতির প্রতিপক্ষ কে ছিল?
- ০২:১১ পিএম, ২৫ মার্চ ২০২২ আ’লীগ নেতাকে গুলি করে হত্যা: আসামি শনাক্তে কাজ করছে র্যাব
- ১১:৫১ এএম, ২৫ মার্চ ২০২২ রাজধানীতে আ’লীগ নেতাকে গুলি করে হত্যার ঘটনায় মামলা
- ০২:২৯ এএম, ২৫ মার্চ ২০২২ আ’লীগ নেতা খুন: গুলি করতে করতে পালিয়ে যায় দুর্বৃত্তরা
- ১১:৪০ পিএম, ২৪ মার্চ ২০২২ রাজধানীতে আ’লীগ নেতাসহ দুজনকে গুলি করে হত্যা