দেশে প্রায় ১২ হাজার জরায়ু ক্যান্সার আক্রান্ত চিহ্নিত
জরায়ু মুখ ক্যান্সার আক্রান্ত ১১ হাজার ৯৫৬ জন চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। তাঁর এই তথ্য অনুসারে দেশের মোট ক্যান্সার আক্রান্ত মহিলাদের মধ্যে জরায়ু মুখ ক্যান্সার আক্রান্তের সংখ্যা ১৯ দশমিক ৩০ শতাংশ।
রোববার সংসদে স্বতন্ত্র সদস্য মো. রুস্তম আলী ফরাজীর এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম আরও জানান, গত বছর জরায়ু মুখ ক্যান্সার আক্রান্তদের চিহ্নিত করা হয়েছে। ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত ১৪ হাজার ৮৩৬ জনকে গত বছর চিহ্নিত করা হয়েছে। যা মহিলাদের মোট ক্যান্সার আক্রান্তদের ২৩ দশমিক ৯০ শতাংশ।
তিনি বলেন, ২০১৩ সালে জরায়ু মুখ (সারভিক্যাল) ক্যান্সারে ৬ হাজার ৫৮২ জন এবং ব্রেস্ট ক্যান্সারে ৭ হাজার ১৪২ জন রোগী মারা যায়।
মন্ত্রী বলেন, জরায়ু মুখ (সারভিস) স্ক্রিনিং করে জরায়ু মুখ (সারভিক্যাল) ক্যান্সার প্রতিরোধ করা যায়। এছাড়া, রোগের প্রাথমিক অবস্থায় ধরা পড়লে তা নিরাময় করা সম্ভব। ব্রেস্ট স্ক্রিনিং করে প্রাথমিক পর্যায়ে ক্যান্সার ধরা পড়লে চিকিৎসায় অধিকাংশ রোগী ভাল হয়।
মোহাম্মদ নাসিম বলেন, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে বর্ণিত দু’টি রোগ নির্ণয় ও চিকিৎসার সব ধরনের ব্যবস্থা আছে। সরকার নির্ধারিত স্বল্পমূল্যে অথবা বিনামূল্যে প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক রোগীকে চিকিৎসা দেয়া হয়। -বাসস