আজকের এইদিনে : ১৪ জানুয়ারি ২০১৬
১৫৫১ খ্রিস্টাব্দের এই দিনে মোগল যুগের শ্রেষ্ঠ ঐতিহাসিক ও পণ্ডিত শেখ আবুল ফজলের জন্ম।
১৬৩৯ খ্রিস্টাব্দের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান গৃহীত হয়।
১৭৬১ খ্রিস্টাব্দের এই দিনে মারাঠা শক্তি ও আহমদ শাহ দুররানির মধ্যে তৃতীয় পানিপথের যুদ্ধ হয়।
১৮৭৫ খ্রিস্টাব্দের এই দিনে ফরাসি খ্যাতিমান চিকিৎসক এবং সঙ্গীতবিদ আলবার্ট সোয়েৎজার জন্মগ্রহণ করেন।
১৯০৩ খ্রিস্টাব্দের এই দিনে ঐতিহাসিক ড. নীহাররঞ্জন রায়ের জন্ম।
১৯০৭ খ্রিস্টাব্দের এই দিনে জামাইকায় ভূকম্পনে কিংস্টন বিধ্বস্ত ও এক হাজার নিহত হয়।
১৯১৪ খ্রিস্টাব্দের এই দিনে প্রথম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের অধিবেশন শুরু।
১৯২৫ খ্রিস্টাব্দের এই দিনে জাপানি ঔপন্যাসিক ও নাট্যকার ইউকিও মিশিমার জন্ম।
১৯২৬ খ্রিস্টাব্দের এই দিনে কথাসাহিত্যিক মহাশ্বেতা দেবীর জন্ম।
১৯২৯ খ্রিস্টাব্দের এই দিনে সঙ্গীতশিল্পী ও সুরকার শ্যামল মিত্রের জন্ম।
১৯৬৯ খ্রিস্টাব্দের এই দিনে পূর্ববাংলায় (পূর্ব পাকিস্তান) ছাত্র সংগ্রাম পরিষদের ১১ দফা কর্মসূচি গৃহীত।
১৯৬৯ খ্রিস্টাব্দের এই দিনে ভারতের মাদ্রাজ রাজ্যের নতুন নামকরণ হয় তামিলনাড়ু।
১৯৮০ খ্রিস্টাব্দের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদ আফগানিস্তানে আগ্রাসন চালানোর জন্য অধুনালুপ্ত সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গ্রহণ করছিল।
১৯৯১ খ্রিস্টাব্দের এই দিনে ইসরাইলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদের গুপ্তচরদের হাতে প্রাণ হারান পিএলও শীর্ষ স্থানীয় নেতা আবু আয়াদসহ অপর তিন নেতা।
২০০৮ খ্রিস্টাব্দের এই দিনে বাংলা নাটকের গৌড়জন নাট্যাচার্য সেলিম আল দীনের মৃত্যু।
২০০৮ খ্রিস্টাব্দের এই দিনে নাসার পাঠানো ম্যাসেনজার নামের মহাকাশযান প্রথম বুধ গ্রহের অদেখা গোলার্ধের ছবি তুলতে সক্ষম হয়।
এইচআর/পিআর